চীন ও ইউরোপের মধ্যে সহযোগিতা জোরদার হবে : ওয়েন চিয়া পাও
cri
চীনের প্রধান মন্ত্রী য়েন চিয়া পাও ৩১ জানুয়ারী বলেছেন, তিনি আশা করেন, চীন আর ইইউর উচিত কৌশলগত ও সুদর প্রসারি দিক থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পরষ্পরের স্বার্থসংশ্লিষ্টবিষয় সঠিকভাবে মোকাবেলা করা , আর্থ-বাণিজিক , বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতাকে জোরদার করা । চীন সফররত পতুর্গালে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেছেন।
|
|