ইস্রাইলের উপপ্রধানমন্ত্রী সিমোন পেরেজ ৩০ জানুয়ারী কাতারের রাজধানী দোহায় বলেছেন , ইস্রাইল হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের স্বায়ত্তশাসিত সরকারের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাবপ্রত্যাখ্যান করেছেন ।
কাতারের রাষ্ট্রপ্রধান শেখ হামাদ বিন খালিফা আল তানি এদিন রাতে সফররত পেরেজকে সাক্ষাত দেয়ার সময় ইস্রাইল সরকারের উদ্দেশ্যে হামাসের নেতৃত্বাধীনসরকারের সঙ্গে সরাসরি সংলাপ করার আবেদন জানিয়েছেন । পেরেজ এই প্রস্তাবকে প্রত্যাখ্যানকরেছেন । তিনি বলেছেন , হামাস ইস্রাইলকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইস্রাইল তার সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ করবে না ।
পেরেজ দুদিনব্যাপী সফরের উদ্দেশ্যে২৯ জানুয়ারী কাতারে পৌচেছেন । এ পর্যন্ত উপসাগরের ৬টি দেশ ইস্রাইলকে স্বীকৃতি দিতে অস্বীকারকরেছে । শুধু কাতার ইস্রাইলের মধ্যে নিম্ন মানের সম্পর্ক বজায় রয়েছে ।
|