চীন ও বৃটেনের ৬০জনেরও বেশি বৈজ্ঞানিক এ বছরের শুরুতে এইডস , বার্ডফ্লু ও সাস সহ বিভিন্ননতুন সংক্রামক রোগ প্রতিরোধে যৌথভাবে গবেষণার কাজ চালাতে শুরু করেছেন ।
জানা গেছে , নতুন সংক্রামকরোগ প্রতিরোধ , নতুন ওষুধের গবেষণা ও তৈরী , নতুন সংক্রামক রোগ ক্ষেত্রের গবেষক ও চিকিত্সকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে চীন ও বৃটেনের বৈজ্ঞানিকরা সহযোগিতা করবেন । এখন দুদেশের বিশেষজ্ঞরা ইতোমধ্যে সাস ও এইডস সহ বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিক সহযোগিতা করেছেন এবং আন্তর্জাতিক একাডেমিক পত্রপত্রিকায় বেশ কিছু প্রবন্ধ প্রকাশ করেছেন ।
জানা গেছে , পেইচিং চীন ও বৃটেনের বৈজ্ঞানিকদের মধ্যেযৌথ গবেষণা ব্যবস্থাচালু করেছে এবং যথাক্রমে অক্সফোর্ড ইউনিভার্সিটি সহ দশ-বারটি সংস্থার সঙ্গে সহযোগিতা করে এইডস , বার্ডফ্লু ও সাস সহ সংক্রামক রোগ প্রতিরোধে ২২টি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছেন ।
|