জাতিসংঘের শান্তি রক্ষা তত্পরতায় নিয়োজিত চীনা সৈন্যদের অংশগ্রহন করেছেন তাদের মধ্যে প্রায় সবাই জাতিসংঘের শান্তিপূর্ণগৌরজনক পদক অর্জন করেছেন । এই ভাবে চীন বিশ্বে আন্যতম দেশ দেশ হিসেবে জাতিসংঘের সবচেয়ে বেশি শান্তিপূর্ণ গৌরবজনকপদক অর্জন করতে সক্ষম হয়েছে ।
১৯৯০ সালে চীন প্রথমবার মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক পর্যবেক্ষক পাঠিয়েছে । এ পর্যন্ত চীন জাতিসংঘের মোট ১৫টি শান্তি রক্ষা তত্পরতায় ৬ হাজারেরও বেশি সৈন্য পাঠিয়েছে । জাতিসংঘের শান্তি রক্ষার ক্ষেত্রে চীন প্রধানত সামরিক পর্যবেক্ষক , দেওয়ানি পুলিশ এবং সামরিক প্রকৌশল , চিকিত্সা ও পরিবহন সহ নানা পরিসেবা দল পাঠায় । জাতিসংঘের শান্তি রক্ষা তত্পরতায় এ পর্যন্ত৮জন চীনা সৈন্য প্রাণ হারিয়েছেন ।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শান্তি রক্ষা বিষয়ক অফিসের একজন কর্মকর্তা বলেছেন , জাতিসংঘের শান্তি রক্ষা তত্পরতায় চীনের সক্রিয় অংশ নেয়া থেকে পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে যে , চীন এক শান্তিপ্রিয় ও দায়িত্বশীল বৃহত দেশ । জাতিসংঘের শান্তি রক্ষা তত্পরতায় চীন সক্রিয়বাবে অংশ নিয়েছে । বর্তমানে চীনের দেড় হাজার সৈন্য জাতিসংঘের ৯টি অঞ্চলে শান্তিরক্ষা তত্পরতায় দায়িত্ব পালন করছে।
|