v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-31 17:55:05    
তৃতীয় বিশ্ব জালকপি ও নকল পণ্য প্রতিরোধ সম্মেলন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত

cri
     তৃতীয় বিশ্ব জালকপি ও নকল পণ্য প্রতিরোধ সম্মেলন ৩০ জানুয়ারী সকালে সুইজারল্যান্ডের জেনিভা আন্তর্জাতিক সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে । বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতারা , বিভিন্ন দেশের সরকার এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে সারা বিশ্বে জাল কপি ও নকল পণ্য প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং জাল কপি প্রতিরোধের একটি কর্মসূচী নিয়েছেন । চীনের সর্বোচ্চ আদালত , শুল্ক বিভাগ এবং শিল্প ও বাণিজ্য ব্যুরোর ত্রিশজন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন ।

    চীনের সর্বোচ্চ আদালতের উপপ্রধান সিউন সিয়েন কো সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বত্বাধিকার রক্ষা ও জালকপি প্রতিরোধ ক্ষেত্রে চীনের ব্যবস্থাগুলো সম্পর্কে ব্যাখ্যা করেছেন । তিনি বলেছেন , চীনে আইন অনুসারে স্বত্বাধিকার রক্ষার পরিপূর্ণ ব্যবস্থা আছে । চীন সরকার জাল পন্য ও জাপ সি ডি তৈরী ও বিক্রি বন্ধ করা ও স্বত্বাধিকার রক্ষার আইনবিধি প্রণয়ন করেছে । বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় অংশ নেয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম দায়িত্বশীল সদস্য হিসেবে চীন নিষ্ঠার সঙ্গে নিজের প্রতিশ্রুতি পালন করে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ পরিপূর্ণ আইনবিধি প্রণয়ন করেছে ।

    তিনি আরো বলেছেন , চীনে ট্রেড মার্ক অধিকার লংঘনকারীদেরকে সাত বছরের কারাদন্ড দেয়া হবে । এই দন্ড আগের চেয়ে অনেক কঠোর হয়েছে । গত দু বছর ধরে স্বত্বাধিকার সংক্রান্ত মামলার সংখ্যা ক্রমেই বাড়ছে । ২০০৬ সালে চীনের সংশ্লিষ্ট বিভাগ মোট ৭৬৯টি স্বত্বাধিকার সম্পর্কিত মামলার নিষ্পত্তি করেছে । এ সংখ্যা ২০০৫ সালের চেয়ে ৫২ শতাংশ বেশি ।

    সম্মেলনে প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , সারা বিশ্বে প্রতি বছর কমপক্ষে দশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের নকল পণ্য ও জাল কপি বাজারে কেনাবেচা হয় । এটা বিশ্বের বাণিজ্যের মোট মূল্যের ২ শতাংশেরও বেশি । নকল পণ্য ও জাল কপির কুফল হিসেবে বাজারের অসম প্রতিদ্বন্দ্বিতা অর্থনীতির বিকাশে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে । আরো গুরুতর ব্যাপার হলো জাল ওষুধ ও জাল খাবার নাগরিকদের স্বাস্থ্যের ক্ষতি করেছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , উন্নয়নশীল দেশগুলোতে ম্যালেরিয়া , যক্ষা ও এইডস রোগের ওষুধগুলোর মধ্যে চার ভাগের একভাগ নকল ওষুধ । উন্নয়নশীল দেশ হিসেবে চীনেও নকল ওষুধ ও জাল কপির সমস্যা রয়েছে । এ সম্পর্কে সিউন সিয়েন কো বলেছেন , চীনের কিছু অঞ্চলে ও অল্প শিল্পপ্রতিষ্ঠানে নকল পণ্য ও জাল কপির সমস্যা প্রকট । এর একটি কারণ হলো চীনের আর্থ-সামাজিক উন্নয়নের মান এখনও উন্নত নয় । আইন ব্যবস্থা ও আইন অনুসারে মামলা নিষ্পত্তির পরিবেশ এখনও পুরোপুরি সৃষ্টি হয় নি । এ ছাড়া স্বত্বাধিকার সম্পর্কিত মামলা নিষ্পত্তির সময় প্রমাণ সংগ্রহ কঠিন , এ ব্যাপারে সরকার আরো বেশি ব্যবস্থা নেবে ।

    এ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলেছেন , স্বত্বাধিকার রক্ষা ও জাল কপি প্রতিরোধে সরকারের দায়িত্ব বেশি । সরকারকে জালকপি প্রতিরোধে আরো বেশি অর্থবরাদ্দ দিতে হবে এবং নাগরিকদের মধ্যে জাল কপি প্রতিরোধের শিক্ষা দিতে হবে । তিনি বলেছেন , ২০০৬ সালের মার্চ মাসে চীনের সর্বোচ্চ আদালত দেশের বিভিন্ন স্তরের আদালতের প্রতি ইন্টারনেটে স্বত্বাধিকার সম্পর্কিত মামলাগুলো প্রকাশের নির্দেশ দিয়েছে । এপ্রিল মাসে সর্বোচ্চ আদালত স্বত্বাধিকার সম্পর্কে একটি ওয়েবসাইট খুলে বেশ কয়েকটি স্বত্বাধিকার লংঘন মামলা নিষ্পত্তির ফল প্রকাশ করেছে । গণ মাধ্যমগুলোও পত্রপত্রিকা, বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে স্বত্বাধিকার লংঘন মামলার নিষ্পত্তি প্রচারের মাধ্যমে নাগরিকদের স্বত্বাধিকার রক্ষার চেতনা উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে ।