যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার অর্থ সমস্যা সংক্রান্ত আলোচনা ৩০ জানুয়ারী চীনে মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে । মার্কিন প্রতিনিধি , মার্কিন সহকারী অর্থ মন্ত্রীর সহকারী ডেনিয়েল গ্লাসার বলেছেন , আলোচনায় দু'পক্ষ অর্থ বিষয় নিয়ে মত বিনিময় করেছে ।
গ্লাসার সংবাদদাতাকে বলেছেন , এদিন আলোচনার উল্লেখযোগ্য দিক হল দু'পক্ষ একটি সংলাপ কাঠামো স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে । যাতে আগামী কয়েক দিনের মাধ্যেই অর্থ সমস্যা নিয়ে আলোচনা করতে পারে । গ্লাসার বলেছেন , উত্তর কোরিয়ার অনুরোধে দু'পক্ষের ৩১ জানুয়ারী চীনে উত্তর কোরিয়ার দূতাবাসে অব্যাহতভাবে আলোচনা করার কথা ।
উত্তর কোরিয়ার বাণিজ্য ব্যাংকের প্রধান ও কুয়াং চোলের নেতৃত্বাধীন প্রতিনিধিদল ৩০ জানুয়ারী সকালে পেইচিং পৌঁছেছে ।
একইদিন , চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু বলেছেন , চীন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার অর্থ বিষয়ক আলোচনায় অংশ নেবে না । চীন আশা করে , দু'পক্ষ আগের আলোচনার ভিত্তিতে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করবে । বিশ্লেষকের ধারণায় , এবার দু'পক্ষের অর্থ বিষয়ক আলোচনা ছ'পক্ষীয় বৈঠকের বাধা পরিস্কার করার জন্য সহায়ক হবে ।
|