ইউনেস্কোয় চীনের প্রতিনিধি দলের প্রধান চাং সুয়াং কু ৩০ জানুয়ারী ইউনেস্কোর সংস্কৃতি বিষয়ক মহাসচিব ফ্রানকোইস রিভিয়েরার কাছে চীন গণ প্রজাতন্ত্রের " শৈল্পিক মূল্যবোধ সম্পন্ন বৈচিত্র্যময় সংস্কৃতির উপদানসমূহ রক্ষা সংক্রান্তএকটি প্রস্তাব" উত্থাপন করেছেন।
চাং সুয়াং কু বলেছেন, এ প্রস্তাবে জাতিসংঘের ইউনেস্কোর ব্যাপক সদস্যদের অনুরোধ ও ইচ্ছার কথাই ব্যক্ত হয়েছে।যার মাধ্যমে সংস্কৃতির বিভিন্ন দিক সুরক্ষাসহ বিভিন্ন দেশের সঙ্গে সংলাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়। তিনি আরো বলেছেন, চীন এ প্রস্তাবের পূর্ণাঙ্গ নির্ধারণ প্রক্রিয়ায় অংশ নিয়েছে এবং বিশ্বের সংস্কৃতির বৈচিত্র্যময়তাকে রক্ষার বিষয়টিকে ত্বরান্বিত করার লক্ষে অবদান রাখতে ইচ্ছুক। চীন আশা করে , এ বছর মে মাসে স্বাক্ষরকারী দেশ হিসেবে এ প্রস্তাব সংক্রান্ত সম্মেলনে প্রথমবার অংশ নেবে।
|