v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-31 16:32:38    
মার্কিন স্বপ্ন থেকে চীনা স্বপ্নের পরিবর্তন

cri

    এ মার্কিন ধনী লোক সবসময় অন্যকে মুগ্ধ করেন । বিশেষ করে নিম্নপর্যায়ের লোকদের । তিনি সবাইকে সম্মান করেন এবং খুব পরিশ্রমে কাজ করেন ।

    এ মার্কিন শিক্ষাবিদ চীনের পেইচিংয়ের সু রেন . বেরী স্কুলে ইতোমধ্যেই ৬ মাস কাজ করেছেন । তিনি প্রতিদিন সবার আগেই স্কুলে আসেন । তিনি বিশ্বের সব বাবা মার পছন্দের স্কুল প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছেন ।

    তিনি বেশি কথা বলেন না । তিনি সব শ্রমিকের সঙ্গে বন্ধুর মত আচরণ করেন । তিনি যুক্তরাষ্ট্রের একজন ধনী লোক । তাঁর অনেক সম্পদ আছে। তবে তাঁর হৃদয় খুবই কোমল ও পরিস্কার ।

    তিনি বলেন , যুক্তরাষ্ট্রে একটি কথা আছে , তা হল প্রত্যেকেরই স্বপ্ন আছে । জীবন আসলেও একটা স্বপ্ন । তিনি অন্যকে বলেন , তিনি নিজেই হলেন "মার্কিন স্বপ্ন" সফল হওয়ার এক উদাহরণ । তবে বিশ্বে এক "চীন স্বপ্ন" আছে । এখন "চীন স্বপ্ন" বাস্তবায়নের সময় হয়েছে ।

    তাঁর নাম রোন । তাঁর বাবা মার্কিন নাগরিক । তাঁর মা জার্মানী । চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি পেইচিংয়ে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রে সাফল্যের সঙ্গে বেরী স্কুল স্থাপন করেছেন। চীনে তিনি এ ধরনের একটি স্কুলও প্রতিষ্ঠা করতে চান । সুতরাং তিনি চীনের বিখ্যাত সু রেন স্কুলের সঙ্গে সহযোগিতা করে "সু রেন --বেরী স্কুল" প্রতিষ্ঠা করেছেন । এ স্কুল প্রতিষ্ঠার আগে তিনি ব্রিটেন , রাশিয়া , দক্ষিণ কোরিয়া , স্পেন , রোমানিয়া , সিংগাপুর চীন ও চীনের হংকংসহ বহু দেশ ও অঞ্চলে পরিদর্শন করে । অবশেষ তিনি চীনে বেরী স্কুল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন । কেন আমি চীনকে বাছাই করে । কেন আমি চীনের সু রেন স্কুলকে বাছাই করেছেন । তিনি ব্যাখ্যা করে বলেছেন : প্রথম , চীনের উন্নয়ন বিশ্বের কোন দেশের চেয়েই দ্রুত । এমন উন্নয়নের প্রবণতার সঙ্গে সঙ্গে শিক্ষার মর্যাদা ক্রমেই আরো গুরুত্বপূর্ণ হবে । দ্বিতীয় , চীনের সুবিখ্যাত সু রেন স্কুল ও বেরী স্কুলের মর্ম ও চিন্তাধারা একই । তৃতীয় , আমি আর সু রেন স্কুলের প্রধান দু'জনই অন্যকে সাহায্য করতে চাই , প্রতিভাবান লোকদেরকে সাহায্য করতে চাই এবং দরিদ্র্য লোকজনকে সাহায্য করতে চাই । সু রেন স্কুলে বিশেষ করে কৃষকের ছেলে মেয়েদের জন্য এক ক্লাস আছে । লেখাপড়া করতে কোন টাকা লাগে না । তাই আমি সু রেন স্কুলের সঙ্গে সহযোগিতা করতে চাই । চতুর্থ , পেইচিং যেন সংস্কৃতি উন্নয়নের এক দোলনা । প্রতি বছরে এখানের বিদেশির সংখ্যা ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে । সবশেষ কারণ হল রোন চ্যালেঞ্জ পছন্দ করেন ।

    রোন শিশুদের খুব পছন্দ করে । বিদেশি শিশু হোক , চীনা শিশু হোক । তিনি সব শিশুকেই পছন্দ করেন । ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এ হাসি মুখের প্রধানকে পছন্দ করে । রোন সবসময় শিশুদেরকে বলেন , সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ভালোভাবে কাজটি করো ।

    চীনা ছাত্রছাত্রীদের রোন বলেন , চীনারা খুব পরিশ্রমী । ধ্যৈর্যও খুব বেশি । আমার মনে হয় চীনা ছাত্রাছাত্রীরা শ্রেষ্ঠতম। তাদের স্মরণশক্তি বিশ্বে সবচেয়ে ভালো । যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইংরেজি শব্দ আবৃত্তি করার প্রতিযোগিতায় চীনা ছাত্রছাত্রীরা সবসময় জয়ী হয় । আমার ছাত্রছাত্রী সাড়া বিশ্ব থেকে আসে । তাই স্কুলে তাদের মধ্যে তুলনা করা যায় । আসলে সাড়া এশিয়ার ছাত্রছাত্রীদের স্মরণশক্তি পশ্চিমা ছাত্রছাত্রীদের চেয়ে ভালো ।

    রোন বলেছেন , তিন বছরের মধ্যে তিনি একটি বড় পরীক্ষা নেবেন । যাতে বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদেরকে তাঁর প্রতিষ্ঠিত সু রেন--বেরী স্কুলে আসার ব্যাপারে আকৃষ্ট করতে সক্ষম হয় ।

    আমি একটি বিশ্ব গ্রাম স্থাপন করতে চাই । রোন বলেন , এখানের সবাই হয়তো ধনী নয় , তবে তাদের একটি অভিন্ন লক্ষ্য আছে তা হলো--এশিয়া ও পশ্চিমা দেশের সংস্কৃতি এখানে মিশে যাবে । চীনা ছাত্রছাত্রীদের কল্পনাশক্তি এবং মার্কিন ছাত্রছাত্রীদের স্মরণশক্তি জোরদার করার জন্য আমি সর্ব প্রচেষ্টা চালাবো ।

    আমরা দেখেছি , রোনের চীনা স্বপ্ন আরো স্পষ্ট এবং আরো বাস্তব হচ্ছে ।