 ক্যামেরুনের প্রেসিডেন্ট পাউল বিয়ার আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও স্থানীয় সময় ৩০ জানুয়ারী রাতে ইয়াওন্ডে পৌঁছে সফর শুরু করেছেন।
এটি হল চীন-কামেরুন সম্পর্ক প্রতিষ্ঠার পর চীনা সর্বোচ্চ পর্যায়ের কোন নেতার প্রথম কামেরুন সফর। হু চিনথাও কামেরুন বিমান বন্দরে এক ভাষণে বলেছেন, চীন-ক্যামেরুন সম্পর্ক প্রতিষ্ঠার ৩৬ বছরে দু'দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত এবং অব্যাহতভাবে নতুন প্রাণশক্তি পেয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, তিনি মৈত্রী ও সহযোগিতা বৃদ্ধির জন্য এবার সফর করছেন। এবারের সফরের প্রধান লক্ষ্য হল চীন-আফ্রিকা ঐতিহ্যিক মৈত্রী জোরদার, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের সাফল্য বাস্তবায়ন, বাস্তব সহযোগিতা বাড়ানো ও যৌথভাবে উন্নয়ন ত্বরান্বিত করা।
এর আগে হু চিনথাও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাই'র আমীর মোহামেদ বিন রাশিদ আল মাকট্টুম তাঁর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|