v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-01 20:43:36    
ওয়েইছাই পাওয়ার লিমিডেট কোম্পানি

cri
    ওয়েইছাই পাওয়ার লিমিডেট কোম্পানি হচ্ছে ওয়েইফাং ভারী জ্বালানী তৈল কারাখানার উদ্যোগে দেশী বিদেশী পুঁজি বিনিয়োগকারীর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠান । কোম্পানি চীনের ইন্জিন গবেষণা, নির্মাণ ও বিক্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোম্পানি এবং চীনের ভারী জ্বালানী তৈল শিল্পগুলোর মধ্যে হংকংয়ের শেয়ার বাজারে প্রবেশ করা প্রথম কোম্পানি । এর উত্পাদিত পণ্যদ্রব্যের মধ্যে ভারী গাড়ি, যাত্রীবাহী বাস, জাহাজ ও বিদ্যুত্ উত্পাদক যন্ত্র বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ।

    কোম্পানিটি প্রধানত ইন্জিন প্রযুক্তির গবেষণার ওপর গুরুত্ব দেয় । এর গবেষণার সামর্থ্য চীনের ইন্জিন শিল্পের মধ্যে প্রথম স্থানে রয়েছে । কোম্পানির উত্পাদিত ডাব্লিউ ডি ৬১৫, ডাব্লিউ ডি ৬১৮ ধারণের ভারী জ্বালানী তেলের ইন্জিন ভারী গাড়ি ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের হার ৭৫ শতাংশেরও বেশি ।

    কোম্পানির পেশাগত প্রযুক্তি কর্মীর সংখ্যা ৪০০র বেশি । কোম্পানিতে আধুনিক প্রযুক্তি কেন্দ্র এবং চীনে উন্নতমানের উত্পাদন পরীক্ষাগার রয়েছে । তাছাড়া তারা ইউরোপের অস্ট্রিয়ায় একটি গবেষণা কেন্দ্রও প্রতিষ্ঠা করেছে । ২০০৫ সালে কোম্পানি প্রথমবারের মত লানছিং নামক চীনের স্বয়ংক্রিয় মেধাস্বত্ত্বকারী ভারী জ্বালানী তেলের ইন্জিনের ওপর গবেষণা করেছে । যা অপ্রীতিকর শব্দও তেলের খরচসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানে দাঁড়িয়েছে ।

    কোম্পানির মহা পরিচালক থান স্যুকুয়াং হলেন চীনের দশম জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি । তিনি চীনের শ্রমিক পুরস্কার, চীনের গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের নেতা এবং ২০০৫ সালে চীনের কেন্দ্রীয় টেলিভিশনের দেয়া চীনের শক্তিশালী অর্থনীতিবিদসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন । কোম্পানির অন্য তিন জন নির্বাহী কর্মকর্তার গড়পড়তা বয়স ৪০ বছর, তাঁরা সবই মাস্টার ডিগ্রী লাভ করেছেন এবং ভারী জ্বালানী তেলের ইন্জিন ও শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন সংক্রান্ত প্রচুর প্রশাসনিক অভিজ্ঞতা তাদের রয়েছে ।

    কোম্পানি ক্রেতাদের জন্য গুণগতমানের পরিসেবা দেয় । চীনে ৩৭টি উত্পাদন মেরামত কেন্দ্র এবং ১৫০০টিরও বেশি বিশেষ মেরামত স্টেশন রয়েছে ।

    কোম্পানি প্রযুক্তি কর্মীদের গবেষণার ওপর গুরুত্ব দেয় । বহু বছর ধরে অব্যাহতভাবে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, থোংচি বিশ্ববিদ্যালয়, থিয়েনচিন বিশ্ববিদ্যালয় এবং শানতুং বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করে পরীক্ষাগাড় প্রতিষ্ঠা করে পেশাগত কর্মী প্রশিক্ষণ দিচ্ছে । এর পাশাপাশি প্রত্যেক বছর কোম্পানির কর্মীরা ইউরোপের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সংস্থার সঙ্গে প্রযুক্তি কর্মীর বিনিময়ের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের সুষ্ঠু উন্নয়নের ব্যবস্থা করছে ।

    উল্লেখ যে, ওয়েইফাং ভারী জ্বালানী তেলের কারাখানা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় । এর মোট পুঁজি ৮ বিলিয়ন ইউয়ান, কর্মীর সংখ্যা ৯ হাজারেরও বেশি, প্রত্যেক বছর বৈদেশিক মুনাফার আয় ৬ কোটি মার্কিন ডলারেরও বেশি ।