সেদিন ছিল পূর্নিমা রাত
শুভ লগ্নে পুঁজা হচ্ছিল বাড়ীতে
আন্নন্দময় পরিবেশের শেষে
ঘরে ফিরে যখন বেতার যন্ত্রটি হাতে
নিলাম, নব ঘোড়াতেই শুনলাম
ইউ কুয়াংয়ুএ ও তাহেরের সুমধুর
কন্ঠস্বর শোনা গেল
নি কোয়েই সিন
ওয়া শিং লি
নি হাও
শিয়ে শিয়ে
সেদিন থেকেই যে হৃদয় মন্দিরে
গেঁথে গেল সি আর আই।
কি করে ভুলে যাবো তারে
সে যদি না আমাকে ছেড়ে চলে যায়।
সে আমায় দিয়েছে বাঁচার স্বপ্ন
দিয়েছে অনেক সুখ ও আনন্দ
শেখালো আরো সে ভালোবাসার
নির্মল ইতিহাস। জাগানে সে প্রাণে
অশেষ সাহস সামনে চলার।
তুমি কতো সুন্দর, কত না বৈচিত্রময়।
তুমিই তো আমার সারা জীবনের
চলার পথের সঞ্চয়।
---ভারতের পশ্চিম বঙ্গের বোয়াল মারী কানা পাড়া গ্রামের শ্রী জগদীশ চন্দ্র রায়।
|