v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-30 21:24:31    
দেশবিদেশের চলচ্চিত্র বাজারে চীনের যুব পরিচালকদের তৈরী ছবিগুলো প্রশংসা পেয়েছে

cri
    চীনের চলচ্চিত্র ক্ষেত্রে বেশ কয়েকজন যুব পরিচালক আছেন । তারা বাজারের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নিজের নৈপুন্য দেখিয়ে দশর্কদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন । তাদের তৈরী চলচ্চিত্রগুলো দেশ-বিদেশের বিশেষজ্ঞ মহলের দৃষ্টি আকর্ষণ করেছে ।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের চলচ্চিত্র বাজারের প্রধান আয় আসে বিদেশ থেকে আমদানি করা বড় বিনিয়োগের চলচ্চিত্র ও চীনের তৈরী বড় বিনিয়োগের চলচ্চিত্র থেকে । যুব পরিচালকদের তৈরী স্বল্প বিনিয়োগের ছায়াছবি সিনেমা ঘরে দেখানোর সুযোগ কম । কোনো কোনো ছায়াছবি সিনেমা ঘরে দেখানো হয়েছে , তবে টিকিট বিক্রির পরিমান আশানুরূপ নয় । কিন্তু এ বছর এ অবস্থার পরিবতর্ন হয়েছে । এ বছরের গ্রীষ্মকালে ' উন্মাদ পাথর ' নামে একটি চলচ্চিত্র দেখানো হয়েছে । এর বিনিয়োগ মাত্র ৪০ লাখ ইউয়ান । কিন্তু সিনেমা ঘরগুলোতে টিকিট বিক্রি থেকে অর্জিত আয় দাঁড়িয়েছে দু কোটি ইউয়ান । এই চলচ্চিত্রের পরিচালক নিন হাওয়ের বয়স ৩০ বছরও পূর্ণ হয় নি । চীনের অনেক চলচ্চিত্র সমালোচক এ চলচ্চিত্রকে দেশী চলচ্চিত্রের সতেজ হাওয়া হিসেবে আখ্যায়িত করেছেন । এ চলচ্চিত্রের কাহিনী হলো একটি পুরনো কারখানায় এক মূল্যবান দামী পাথর আবিষ্কৃত হয়েছে । তখন থেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী , কারখানার প্রতিরক্ষা বিভাগের প্রধান ও আন্তর্জাতিক ডাকাতরা এই মূল্যবান পাথর পাওয়ার জন্য প্রতি তীব্র প্রতিদ্বন্দিতায় লিপ্ত । ছবিতে পরিচালক হাসি ঠাট্টার মাধ্যমে বাস্তব জীবনের একটি উদ্ভট রূপতে চিত্রিত করেছেন সুন্দরভাবে । যুক্তরাষ্ট্রের হলিউডের বিখ্যাত চলচ্চিত্র সমালোচক ডেরেক এলির বলেছেন , নিন হাওয়ের তৈরী এ চলচ্চিত্র দেখে আমি অবাক হয়েছি । আমি তার আগের চলচ্চিত্রগুলোও দেখেছি । এ ছবিটিতে তার শৈলী একেবারে পরিবর্তিত হয়েছে । তা ছাড়া এ ছবির মেলোড্রামা ভালো , এটা ছায়াছবিটির জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ ।

    নিন হাও চীনের যুব চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম । চীনের যুব চলচ্চিত্র পরিচালকরা গত শতাব্দীর সত্তর দশকে জন্ম করেন । তারা পরিচালক হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছেন চীনের পরিকল্পনা অর্থনীতি বাজার অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে । তাই তাদের জীবনযাত্রার প্রণালী প্রবীণ পরিচালকদের ভিন্ন। তারা কোনো একটি স্টুডিওতে স্থায়ীভাবে কাজ করে বেতন পাওয়ার সুযোগ নেন নি , বরং নিজের উদ্যোগে অর্থ সংগ্রহ করে চলচ্চিত্র তৈরীর পথ বেছে নিয়েছেন। চলচ্চিত্র তৈরীর বিনিয়োগ পাওয়ার জন্য তাদেরকে নানা ধরনের কষ্ট ভোগ করতে হয়েছে , এটা তাদের জীবনের অভিজ্ঞতায়ও পরিণত হয়েছে । চীনের যুব চলচ্চিত্র পরিচালকরা নিজের অভিজ্ঞতা ও অনুভুতি অনুসারে যে সব নতুন ধরনের চলচ্চিত্র তৈরী করেছেন , তা' চীনের চলচ্চিত্র মহলে প্রাণশক্তি যুগিয়েছে। তাদের তৈরী চলচ্চিত্রগুলো বিদেশে একাধিকবার পুরষ্কারও পেয়েছে।

    কিছু দিন আগে যুব পরিচালক চিয়া চান কোর পরিচালিত ' তিন গিরিখাতের ভালো মানুষ ' ভেনিস চলচ্চিত্র উত্সবে সোনালী সিংহের পুরষ্কার পেয়েছে । চিয়া চান কো চীনা সমাজের বাস্তব অবস্থা সম্বন্ধে নিজের অনুভুতি অনুসারে সাধারণ অধিবাসীর জীবন প্রতিফলনের চেষ্টা করেছেন । তার তৈরী চলচ্চিত্রদশর্কদের প্রশংসা পেয়েছে ।

    আরেকজন যুব পরিচালক লিউ চের তৈরী চলচ্চিত্র ' ঘোড়ার পিঠের আদালত 'ও ভেনিস চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ ছবির পুরষ্কার পেয়েছে । এ ছলচ্চিত্র বাস্তব জীবনের একটি কাহিনীর ভিত্তিতে তৈরী করা হয়েছে । চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইউনান প্রদেশের সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলের এক প্রাথমিক স্তরের বিচারক প্রবীণ ফোং ঘোড়ার পিঠে বসে আদালতের প্রতীক—চীন গণ প্রজান্ত্রের প্রতীক নিয়ে তিনটি প্রত্যন্ত পাহাড়ী গ্রামে মামলার বিচার করেছেন । এ ছবিতে আধুনিক আইন এবং প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের বাস্তব জীবন ও তাদের রীতিনীতির মধ্যে ব্যবধান ও দ্বন্দ্ব প্রতিফলিত হয়েছে । এ চলচ্চিত্র তৈরীর সময় দু'জন পেশাদার অভিনেতা ছাড়া বাকি সব চরিত্র স্থানীয় অধিবাসী অভিনয় করেছেন । সুইডেনের চলচ্চিত্র ব্যবসায়ী ভিলমার আন্ডারসন বলেছেন , আমি এ ছায়াছবি পছন্দ করি । এ ছবিতে চীনের সাধারণ অধিবাসীর মানসিক অবস্থা প্রতিফলিত হয়েছে । এটা চলচ্চিত্র ব্রতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

    চীনে প্রতি বছর প্রায় তিন শ'টি চলচ্চিত্র তৈরী করা হয় । দশর্করা নানা শৈলীর ছায়াছবি দেখতে চায় । সরকার যুব পরিচালকদের সাহায্য করার ব্যবস্থা নিয়েছে । দেশ-বিদেশের চলচ্চিত্র মহলও চীনের যুব পরিচালকদের তৈরী চলচ্চিত্রের প্রশংসা করেছে । এশিয়ার যুব পরিচালকদের সাহায্য করার জন্য হংকংয়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা লিউ তে হুয়া আড়াই কোটি হংকং ডলার বিনিয়োগ করেছেন । আশা করি চীনের যুব পরিচালকরা আরো বেশী ভালো ছবি তৈরী করতে সক্ষম হবেন ।