চীনের ২০০৭ সালের আন্তর্জাতিক গ্যালারী মেলা আগামী মে মাসে পেইচিংয়ে আয়োজিত হবে ।
জানা গেছে , এই মেলায় বিভিন্ন ধরনের ছবি , ভাস্কর্যকর্ম , হস্তলিপি , আলোকচিত্র ও চিত্র- এলবাম প্রদর্শিত হবে । বিশ্বের বিশটিরও বেশি দেশ ও অঞ্চলের ১২০টি খ্যাতনামা গ্যালারী এ মেলায় অংশ নেবে। চীন আশা করে এই মেলা দেশবিদেশের আধুনিক শিল্পীদের মতবিনিময় ও প্রতিদ্বন্দ্বিতার এক ফ্ল্যাটফর্মে পরিণত হবে ।
চীনের প্রথম আন্তর্জাতিক গ্যালারী মেলা ২০০৪ সালে আয়োজিত হয় ।
**যুক্তরাষ্ট্রের চিত্রশিল্প সম্পর্কিত একটি প্রদর্শনী জাতীয় চারুকলা গ্যালারীতে শুরু হবে
যুক্তরাষ্ট্রের চিত্রশিল্প সম্পর্কিত একটি বড় আকারের প্রদর্শনী অচিরেই চীনের জাতীয় চারুকলা গ্যালারীতে আয়োজিত হবে। ' যুক্তরাষ্ট্রের চিত্রশিল্পের তিন শ' বছর ' নামে এই প্রদর্শনী ১০ ফেব্রুয়ারী থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে । এই প্রদর্শনীতে দেখানো ১৩০টি চিত্রকর্ম যুক্তরাষ্ট্রের চিত্রশিল্পের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে । সপ্তদশ শতাব্দীর শেষ দিকে উত্তর আমেরিকার ওপনিবেশিক যুগ থেকে একবিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ের প্রতিনিধিত্বকারী ১৩০টি ছবিতে যুক্তরাষ্ট্রের চিত্রশিল্পের তিন শ' বছরের ইতিহাস প্রতিফলিত হয়েছে । এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের ছবি আর আমেরিকার পশ্চিমাঞ্চলের মনোরম দৃশ্যের ছবি উল্লেখযোগ্য ।
**সিংগাপুর ফ্যাশন উত্সব সাংহাইয়ে আয়োজিত হবে
এশিয়ার সবচেয়ে সুন্দর ফ্যাশন শো বলে পরিচিত সিংগাপুরের ফ্যাশন উত্সব আগামী মার্চ মাসে সাংহাইয়ে আয়োজিত হবে । সিংগাপুর পর্যটন ব্যুরো থেকে জানা গেছে , নিউইয়র্ক , প্যারিস ও মিলানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রথম শ্রেণীর ডিজাইনার , মডেল ও চলচ্চিত্র তারকারা দশদিন স্থায়ী এ ফ্যাশন উত্সবে অংশ নেবেন ।
জানা গেছে , সিংগাপুরের ফ্যাশন উত্সব অনুষ্ঠানের পর সিংগাপুরের ফুড উত্সব , সিংগাপুর অলংকার প্রদর্শনী ও দামী হাত ঘড়ি প্রদর্শনী আয়োজিত হবে । এ সব কর্মসূচী সিংগাপুরের পর্যটন ব্যুরোর উদ্যোগে চালানো হবে ।
১৯৯০ সাল থেকে সিংগাপুর চীনের পর্যটকদের পছন্দেরদেশে পরিণত হয় । গত ১৬ বছরে সিংগাপুরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য , সুবিধাজনক ভিসা ব্যবস্থা ও চীনা ভাষার পরিবেশ চীনের পর্যটকদের আকর্ষন করেছে । গত বছর মোট দশ লক্ষ পর্যটক সিংগাপুর ভ্রমণ করেছেন ।
|