v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-30 21:09:09    
চীনের বিখ্যাত অভিনেত্রী কুং লি

cri
    কুং লি হলেন সদ্য মুক্তি পাওয়া "কার্স অব দি গোল্ডেন ফ্লাওয়ার" এর প্রধান অভিনেত্রী। তাকে বলা যায়, বিশ্বের দর্শকদের চোখে পড়া প্রথম ও সবচেয়ে বিখ্যাত চীনা অভিনেত্রী।

    ১৯৮৬ সালে চীনের কেন্দ্রীয় নাটক একাদেমিতে পড়াশোনার দ্বিতীয় বর্ষে কুং লি তার জীবন পরিবর্তনের একটি সুযোগ পান। পরিচালক জাং ই মৌ তাঁকে তাঁর চলচ্চিত্র "রেড সার্গাম"-এ প্রধান অভিনেত্রী হিসেবে বেছে নেন। এই ছবি জার্মানীর ৩৮তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের "গোল্ডেন বিয়ার" পুরষ্কার পায়। এরপর থেকে কুং লি'র খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। পরে জাং ই মৌ'র "চিয়ু তো", "তা হোং তেং লো কাও কাও কুয়া" এবং "ছিও চুই তা কুয়ান সি" তিনটি ছবিতে কুং লি প্রধান অভিনেত্রী হিসেবে চমত্কার অভিনয় করেছেন। ইতালির ৪৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন। ১৯৯৬ সালে কুং লি হোলিউডে অভিনয় করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রথমে তিনি ভাল সুযোগ পান নি।

    "ভাল ছবি না পাওয়া পর্যন্ত আমার বিশ্রাম নেই। বিশ্রাম নেয়ার সময়ে আমি জীবন থেকে শক্তি সংগ্রহ করি। অনেক মানুষের সঙ্গে মেলামেশা করি। সুযোগ পেলে আমি যাবতীয় শক্তি দিয়ে তা মন দিয়ে সৃষ্টি করি। আমি শক্তি অপ্রয়োজনীয় ব্যাপারে খরচ করতে পছন্দ করি না।"

    কোনো ছবিতে অংশ না নিলেও কুং লি কিন্তু অন্য দিক দিয়ে তার প্রিয় চলচ্চিত্র মহলের জন্য অবদান রাখছেন। ১৯৯৭ সালে কুং লি ফ্রান্সের বিখ্যাত কান চলচ্চিত্র উত্সব কমিশন সদস্য হিসেবে অংশ নেন। ২০০০ সাল থেকে তিনি জার্মানীর বার্লিন চলচ্চিত্র উত্সব, ইতালির ভেনিস চলচ্চিত্র উত্সব এবং জাপনের টোকিও চলচ্চিত্র উত্সব কমিশনের চেয়ারম্যান হিসেবে অংশ নেন। কুং লি চীনের চলচ্চিত্র শিল্পীর প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করেছেন।

    "কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি অন্য সদস্যদের সঙ্গে একটি সম্মেলনে বসতে হবে এবং একটি সিদ্ধান্ত নিতে হবে। তারা বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং নিজ নিজ দেশের চলচ্চিত্র মহলের বিখ্যাত ব্যক্তি। আমি ন্যায্য আচরণ করার চেষ্টা করি। এভাবেই আমি সবার সম্মান পেয়েছি। এর ফলে তারাও খুবই ন্যায্য আচরণ করেছে।"

    ২০০৫ সাল থেকে হলিউডের কিছু বিখ্যাত ছবিতে কুং লি অংশ নিয়েছেন, যেমন "মেমারিস অব এই গায়শা" এবং "মাইয়ামি ভাইস"। "সাইয়াসি ভাইস" ছবিতে কুং লি যুক্তরাষ্ট্রের মাইয়ামির একটি জঙ্গলের নেতার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেন। এই চরিত্র ভালভাবে উপস্থাপনের জন্য কুং লি গান শুটিং এবং জাহাজ চালানো শিখেছেন।

"তা আমার জন্য একটি পুরোপুরি নতুন অভিজ্ঞতা। কারণ আসল জীবনে এমন ব্যক্তির জীবনযাত্রা আমার কাছে একতম অজনা। এই ছবিতের কথা খুবই চমত্কার। এ থেকে আমি অনেক শিখেছি।"

    এর পরে কুং লি আবার পরিচালক জাং ই মৌ'র সঙ্গে সহযোগিতা চালান। "কার্স অব দি গল্ডেন ফ্লভার" ছবিতে তিনি একজন জটিল প্রাচীনকালের রাণী অভিনয় করেছেন। পরিচালক জাং ই মৌ বলেছেন, শুধু কুং লি এই ভূমিকা ভালভাবে উপস্থাপন করতে পারেন।

    এখন চল্লিশ বছর বয়স্ক কুং লি অভিনয় ও জীবন সম্পর্কে আরো গভীর অভিজ্ঞতা ও ধারণা পোষণ করেন।

    "একজন অভিনেত্রীর কাছে বয়স বড় ব্যাপার নয়। মনসিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতাও খুবই গুরুত্বপূর্ণ। বয়স যখন কম ছিল, জীবনের অনেক কিছুতে অভিজ্ঞতার অভাব ছিল, একটি ভূমিকায় অভিনয়ের উপস্থাপনের সময় খুবই সীমিত। এখন আমার অভিজ্ঞা অনেক সমৃদ্ধ হয়েছে, অভিনয়ের সময়ও আরো সক্ষম হয়েছি।"

    আমরা আশা করি তিনি ভবিষ্যতের জীবনে আরো সাফল্য পাবেন।