যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যুরোর উপপ্রধান প্যাট্রিকওরেইলি ২৯ জানায়ারী বলেছেন , পূর্ব ইউরোপীয় দেশগুলোতে মোতায়েন যুক্তরাষ্ট্রের ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রাশিয়াকে লক্ষ করে বসানো নয় । যুক্তরাষ্ট্র রাশিয়াকে এই প্রকল্পে অংশ নিতে স্বাগত জানায় ।
ওরেইলি এই দিন রাষ্ট্রীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্রের ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বর্তমান অবস্থা ও উন্নয়ন সম্পর্কে বলেছেন ,রাশিয়ার সামরিক ব্যবস্থার বিরুদ্ধে নয় , মধ্য প্রাচ্য থেকে আসা ক্ষেপনাস্ত্রের হুমকী মোকাবেলার জন্যে যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপের দেশগুলোতে ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে । এটা রাশিয়ার পক্ষে হুমকী স্বরূপ হতে পারে না । তিনি বলেছেন , যুক্তরাষ্ট্র ও রাশিয়া ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সংক্রান্ত সমস্যা নিয়ে মত বিনিময় করেছে । যুক্তরাষ্ট্ররাশিয়াকে ব্যাপকভাবে এই প্রকল্পে অংশ নিতে অনুরোধ জানাচ্ছে এবং মনে করে যে , এটা রাশিয়ার প্রতিরক্ষা শক্তির জোরদারে সহায়ক হবে ।
|