ইসরাইলী বিমান বাহিনী ৩০ জানুয়ারীর ভোরে গাজা এলাকার উত্তরাঞ্চলে বিমান হামলা করেছে। এবারের বিমান হামলার লক্ষ হলো স্থানীয় একটি সুড়ঙ্গ পথ। এটি হলো ইসরাইল ও ফিলিস্তিনের গতবছর নভেম্বরে গাজা এলাকায় যুদ্ধ বিরতি চালুর পর, ইসরাইলের প্রথমবারের মত বিমান হামলা।
জানা গেছে , ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তিরা এ সুড়ঙ্গ পথের মাধ্যমে ইসরাইলে হামলা চালাতো। হামলার পর সুড়ঙ্গ পথে বিস্ফোরণ ঘটেছে। এতে বুঝা যায় যে এর ভেতরে বিস্ফোরক ছিল।
২৯ জানুয়ারী, একজন ফিলিস্তিনী ইসরাইলের দক্ষিণাঞ্চলের এইলাট শহরে একজন আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।এতে মোট ৪ জন নিহত হয়েছে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমের্ট বলেছেন, ইসরাইল গাজা এলাকায় যুদ্ধ বিরতি অব্যাহত রাখবে।
|