চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৩০ জানুয়ারী বলেছেন , আফ্রিকার দেশগুলোর সংগে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে চীন সবসময় সমতা , পারস্পরিক কল্যাণ ও সম্মিলিত উন্নয়নের নীতি অনুসরণ করে আসছে । চীন-আফ্রকা সহযোগিতা উন্মুক্ত ও স্বচ্ছ রয়েছে । এ সহযোগিতা যে কোনো তৃতীয় পক্ষের স্বার্থের সংগে জড়িত নয় ।
পেইচিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চিয়াং ইয়ু আরো বলেছেন, ৫০ বছর আগে থেকেই চীন-আফ্রিকার সহযোগিতা শুরু হয় । চীন ও আফ্রিকার দেশগুলো উন্নয়নশীল দেশ । উন্নয়ন ও গঠনকাজে তাদের অভিন্ন কর্তব্য রয়েছে ।
চিয়াং ইয়ু বলেন , ৩০ জানুয়ারী সকালে ক্যামেরুন ও আফ্রিকার অন্য ৭টি দেশ সফরের উদ্দশ্যে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পেইচিং থেকে রওয়ানা হয়ে গেছেন । তাঁর এবারের সফরের লক্ষ্য হচ্ছে চীন ও এ ৮টি আফ্রিকান দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানো , বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করা এবং চীন ও আফ্রিকার সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করা ।
|