v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-30 18:31:43    
চীন স্বত্বাধিকার রক্ষা কাজের মূলনীতি ও বিশেষ নীতি প্রণয়ণের কাজ  করছে

cri
    চীনের জাতীয় স্বত্বাধিকার ব্যুরোর মুখপাত্র ইং সিং থিয়েন ৩০ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন ,২০০৬ সালে চীন জাতীয় স্বত্বাধিকার রক্ষার মূলনীতি প্রণয়নের কাজ তরান্বিত করেছে , এই নীতি প্রণয়নের কাজ এ বছর সম্পন্ন হবে । চীন সরকার স্বত্বাধিকার রক্ষার কাজে অনেক নতুন ব্যবস্থা নেবে । এ সব ব্যবস্থার কল্যাণে চীনের স্বত্বাধিকার রক্ষার কাজ তরান্বিত করবে ।

     চীন ২০০৫ সালের জুলাই মাস থেকে স্বত্বাধিকার রক্ষার মূলনীতি প্রণয়নের কাজ শুরু করেছে । এ জন্য চীনের রাষ্ট্রীয় পরিষদ স্বত্বাধিকার রক্ষা সম্পর্কিত একটি নেতৃত্ব গ্রুপ গঠন করেছে । উপপ্রধানমন্ত্রী উ ই স্বয়ং এ কাজ পরিচালনা করছেন । ৩০ জানুয়ারী অনুষ্ঠিত একটি তথ্য প্রদান সভায় চীনের জাতীয় স্বত্বাধিকার ব্যুরোর মুখপাত্র ইং সিং থিয়েন    বলেছেন , এ কাজে ইতোমধ্যে লক্ষণীয় অগ্রগতি হয়েছে । তিনি বলেছেন , স্বত্বাধিকার ব্যুরোর উদ্যোগে প্রণয়ন করা স্বত্বাধিকার রক্ষা সংক্রান্ত মূলনীতি , পেটেন্ট নীতি ও স্বত্বাধিকার সরবরাহ সংক্রান্ত পরিসেবা ব্যবস্থা রাষ্ট্রীয় পরিষদের নেতাদের প্রশংসা পেয়েছে । বর্তমানে স্বত্বাধিকার সংক্রান্ত বিশটি বিষয়ের গবেষণার কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে । আমাদের লক্ষ্য হলো ২০০৭ সালের মধ্যে চীনের জাতীয় স্বত্বাধিকার রক্ষা নীতি প্রণয়নের কাজ সম্পন্ন করা ।

    জানা গেছে , চীনের স্বত্বাধিকার সংক্রান্ত নীতির মধ্যে রয়েছে একটি মূল নীতি ও বিশটি বিশেষ বিষয় সম্পর্কিত নীতি । এ সব নীতিতে স্বত্বাধিকার সংরক্ষণের প্রায় সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে । এটা হলো স্বত্বাধিকার রক্ষা সম্পর্কে চীন সরকারের একটি নতুন ও সার্বিক ব্যবস্থা । ইং সিন থিয়েন উল্লেখ করেছেন , চীনের সংস্কার ও আর্থ-সামাজিক উন্নয়নের চাহিদা মেটানোর জন্যই সরকার স্বত্বাধিকার রক্ষার মূলনীতি ও বিশেষ নীতি প্রণয়ন করছে । এ সব নীতি সমতা ও প্রতিদ্বন্দ্বিতার বাজারের পরিবেশ সৃষ্টি করতে এবং চীনের স্বকীয় সৃজনশীল শক্তি ও প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য বাড়াতে সাহায্য করবে । তিনি বলেছেন , এ সব নীতি প্রণয়নের পর তা কার্যকর করা হবে । সংশ্লিষ্ট বিভাগ এ সব নীতি কার্যকর করার বাস্তব ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে ।

     সাম্প্রতিক বছরগুলোতে চীনের স্বত্বাধিকার রক্ষার পরিস্থিতি ভালো । ২০০৬ সালের শেষ নাগাদ পর্যন্ত চীনে মোট ৩০ লাখ পেটেন্ট দরখাস্ত করা হয়েছে । পেটেন্টের সংখ্যার দিক থেকে চীন বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে । ২০০৬ সালে সংশ্লিষ্ট বিভাগ মোট ৫.৭ লাখ পেটেন্ট দরখাস্ত গ্রহণ করেছে । এটা ২০০৫ সালের চেয়ে ২০.৩ শতাংশ বেশি । বিশেষজ্ঞরা অনুমান করে বলেছেন , পরবর্তী বছরগুলোতে পেটেন্ট দরখাস্তের সংখ্যা প্রতি বছর ১০ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পাবে ।

     ইং সিন থিয়েন আরো বলেছেন , চীনের স্বত্বাধিকার রক্ষার কাজে কিছু ত্রুটি ও সমস্যাও রয়েছে । কাজেই স্বত্বাধিকার রক্ষার মূলনীতি প্রণয়নের পাশাপাশি স্বত্বাধিকার রক্ষার বিভিন্ন বাস্তব সমস্যা নিষ্পত্তি করতে হবে , স্বত্বাধিকার রক্ষার কাজ আরো জোরদার করতে হবে এবং স্বত্বাধিকার রক্ষা ক্ষেত্রে সামষ্টিগত নিয়ন্ত্রন জোরদার করতে হবে । তিনি বলেছেন , জাতীয় স্বত্বাধিকার রক্ষা ব্যুরোর উচিত স্বত্বাধিকার রক্ষার সামষ্টিক নিয়ন্ত্রণ ও পরিচালনা জোরদার করা , গোটা সমাজ ও বাজারের স্বত্বাধিকার রক্ষার চেতনা উন্নত করা এবং স্বত্বাধিকার রক্ষার ভিত্তি আরো মজবুত করা । তিনি বলেছেন , পরবর্তীকালে স্বত্বাধিকার রক্ষা ক্ষেত্রের প্রচার আরো জোরদার করতে হবে । গোটা সমাজ যাতে বিভিন্ন ধরনের স্বত্বাধিকার সংক্রান্ত তথ্য সুবিধাজনকভাবে পাবে , সেজন্য তথ্য ফ্ল্যাটফর্ম প্রতিষ্ঠার কাজও জোরদার করতে হবে ।