v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-29 20:53:15    
২২--২৯জানুয়ারী, ২০০৭

cri
    ২০০৬ সালে ইউননান প্রদেশ এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক মূল্য ২১.৫ কোটি মার্কিন ডলার ছিল ২০০৬ সালে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউননান প্রদেশ এবং দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক মূল্য ২১.৫ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। সংবাদদাতারা সম্প্রতি খুনমিংয়ের শুল্ক বিভাগ সূত্রে এ খবর জানতে পেরেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ইউননান নিজের সুবিধা ব্যবহার করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক আদান-প্রদান জোরদার করেছে। ভারত এবং বাংলাদেশ হচ্ছে ইউননানের প্রধান বাণিজ্যিক অংশীদার। জানা গেছে, গত বছর ইউননান প্রদেশ ও ভারতের বাণিজ্য মূল্য ছিল ১৪ কোটি মার্কিন ডলার এবং ইউননান প্রদেশ ও বাংলাদেশের বাণিজ্য মূল্য ছিলো ৬.৫ কোটি মার্কিন ডলার।  গত বছর চীন আর ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২৪৯০ কোটি মার্কিন ডলার পৌঁছেছে ২৬ জানুয়ারী চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক সূত্রে বলা হয়েছে, ২০০৬ সালে চীন আর ভারতের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২৪৯০ কোটি মার্কিন ডলার্রে পৌছে ২০০৫ সলের তুলনায় তা ৩৩ শতাংশ বেশী। দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। চীন হচ্ছে ভারতের দ্বিতীয় বড় বাণিজ্যিক অংশীদার। চীন ভারতের কাছে প্রধানত গাড়ীতে ব্যবহার্য টেলিফোন, কয়লা, বস্ত্রবয়ন যন্ত্র এবং যন্ত্রাংশ রফতানি করে। চীন প্রধানত ভারত থেকে খানিজ দ্রব্য ইস্পাত, প্রাস্টিক, হীরক ইত্যাদি আমদানি করে। জানা গেছে, , গত বছর ভারত সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং ঘোষণা করেছেন, ২০১০ সাল নাগাদ চীন আর ভারত দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪০০০ কোটি মার্কিন ডলার্রে পৌছানোর প্রচেষ্টা চালাবে। চীনের ইয়ুন নান প্রদেশের বিশ্ববিদ্যালয়ে আসিয়ান দেশগুলোর ভাষা শিক্ষাকে জনপ্রিয় করে তোলা হবে দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ান নান প্রদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার কাছাকাছি রয়েছে । এখন এ প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে আসিয়ান দেশগুলোর ভাষা শিক্ষাকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইংরেজীর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনোএকটি ভাষা আয়ত্ত করতে উত্সাহিত করছে । একই সময় ইয়ুন নান প্রদেশ লেখাপড়ার জন্যে তার আশেপাশের দেশগুলো থেকে আরো বেশি ছাত্রকে ভর্তি করার চেষ্টা করছে । এক হিসাব থেকে জানা গেছে , বর্তমানে ইয়ুন নান প্রদেশে অধ্যয়ণরত এসব দেশের ছাত্রছাত্রীদের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে । তারা পৃথক পৃথকভাবে ভিয়েতনাম , লাওস , মিয়ানমার , থাইল্যান্ড , কাম্পুচিয়া ও ভারত থেকে এখানে এসেছেন । এ সংখ্যা এ প্রদেশে মোট বিদেশী ছাত্রদের ৭০ শতাংশের কাছাকাছি হয়েছে । প্রিয় শ্রোতা বন্ধুরা এবার নজর দেয়া যাক দক্ষিণ এশিয়ার দিকে বাংলাদেশে সংসদ নির্বাচন যথাশীঘ্রই অনুষ্ঠিত হবেঃ প্রধান উপদেষ্টা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফাখরুদ্দিন আহমেদ ২১ জানুয়ারী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়মতান্ত্রিক উপায়ে সুষ্ঠুভাবে অবাধ ও নিরপেক্ষভাবে যথাশীঘ্র নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। এদিন জাতীয় টেলিভিশন কেন্দ্র বিটিভির মাধ্যমে আহমেদ বলেছেন, সরকার নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করবে, যাতে অনুষ্ঠিতব্য নির্বাচনে দুর্নীতি ও সন্ত্রাস প্রভাব ফেলতে না পারে । তত্ত্বাবধায়ক সরকার স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর আগে বাংলাদেশের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এমএ আজিজ রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদের কাছে তার পদত্যাগ পত্র পেশ করেছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজীজ ২৬ জানুয়ারী সুইজল্যান্ডের ডাভোজে বলেছেন , পাকিস্তান চীনের অর্থনীতির উন্নয়ন আর দেশের শক্তিকেও জোরদার করায় তিনি খুব খুশি হন । চীনের শক্তিশালী হওয়া বিশ্বের জন্য সহায়ক । আজিজ বলেছেন , পাকিস্তান ও চীনের সম্পর্ক খুব দৃঢ় এবং অব্যাহতাভাবে তা জোরদার হচ্ছে । দু'দেশ ঘনিষ্ঠ এবং নিবিড় যোগাযোগও বজায় রেখেছে । তিনি বলেছেন , পাকিস্তান ও চীনের অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন আরো দ্রুততর হবে। পাকিস্তানে চীনের পুঁজি বিনিয়োগ ভবিষ্যতে আরো বাড়বে । অনেক চীনা কোম্পানী এখন পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে অংশ নিচ্ছে । তিনি আরো বলেছেন , কাশ্মির সমস্যায় পাকিস্তান ও ভারতের সংকট দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের পথে বাধার সৃষ্টি করেছে । এ সমস্যার সমাধান না হলে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন হবে না । সুইজল্যান্ডে বিশ্ব বাণিজ্য ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে আজীজ এক সংবাদ সম্মেলনে বলেছেন , কাশ্মির সমস্যা হল পাকিস্তান ও ভারতের মধ্যের একটি কেন্দ্রীয় সমস্যা । এ সমস্যার কারণে দু'দেশ আর্থ-বাণিজ্যিক সহযোগিতার প্রবণতা উন্নত করতে পারে না । ভারত সফলভাবে প্রথম প্রত্যাবর্তন যোগ্য মহা শুন্য যান ফিরিয়ে নিয়েছে ২২ জানুয়ারী সকাল ভারতের প্রথম মানববিহীন প্রত্যার্বতনযোগ্য মহাশুণ্য যান সফলভাবে সাফল্যজনকভাবে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছে। এই সাফল্য ভারতের মানববাহী মহাশুন্য পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ উপাত্ত যুগিয়েছে। ভারতের তথ্য মাধ্যমগুলোতে বলা হয়েছে, ৫৫০ কিলোগ্রাম ওজন মহা শুন্য যান পরিকল্পনা অনুযায়ী বঙ্গোপ সাগরে পড়েছে । প্রত্যাবর্তন কাজ এখন পুরোদমে চলছে।  ভারত এবং রাশিয়া যৌথভাবে বহুব্যবহার্য্য পরিবহণ যন্ত্র উত্পাদন করবে ভারতে সফররত রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ইভানোভ ২৪ জানুয়ারী নয়াদিল্লীতে দু'দেশের যৌথভাবে বহুব্যবহার্য্য পরিবহণ যন্ত্র উত্পাদন করার কথা ঘোষণা করেছেন। ইভানোভ এদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এ.কে. এ্যান্টনির সঙ্গে ভারত ও রাশিয়া সামরিক প্রযুক্তিগত সহযোগিতামূলক কমিটির সম্মেলন পরিচালনা করেছেন। সম্মেলনের পর অনুষ্ঠিত যৌথ সাংবাদিক সম্মেলনে ইভানোভ উপরোল্লেখিত তথ্য ঘোষণা করেছেন। অন্য খবরে জানা গেছে, ভারত ও রাশিয়া রুশ পক্ষের দেয়া অনুমোদন অনুসারে ভারতের বিমান বাহিনীর জন্যে ভারতে উত্পাদন করা ৩৩টি মিং-২৯ জঙ্গী বিমানের ইঞ্জিন সংক্রান্ত চুক্তি সাক্ষর করেছে। দু'পক্ষ যৌথভাবে যতা তাড়াতাড়ি সম্ভব পঞ্চম জঙ্গী বিমান উত্পাদনের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তা পরিষদ নেপালে জাতিসংঘ বিশেষ দল গঠন করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২৩ জানুয়ারী সিদ্ধান্ত নিয়েছে যে, নেপালে জাতিসংঘ বিশেষ দল গঠন করবে। যাতে নেপালের শান্তি প্রক্রিয়ার তত্ত্বাবধান ও বাস্তবায়নে সহায়তা করা যায়। সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ দলে ১৮৬জন সামরিক পর্যবেক্ষক এবং ৬০জন বেসামরিক কর্মকর্তাকে নিয়ে গঠিত হবে। বিশেষ দলের কার্য-মেয়াদ হবে একবছর। কার্য-মেয়াদ শেষে নিরাপত্তা পরিষদ নেপালের সংশ্লিষ্ট পক্ষের ইচ্ছা অনুযায়ী বিশেষ দলের কার্য-মেয়াদ বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিতে পারবে। এই বিশেষ দল হচ্ছে নেপালের সরকার ও সরকার বিরোধী সশস্ত্র দলের অনুরোধে নিরাপত্তা পরিষদের গঠন করা দল। এই দল শান্তি চুক্তি কার্যকরের ব্যাপারে তত্ত্বাধান করবে এবং নেপালের নির্বাচনে সাহায্য করবে। এবার দুষ্টি দেয়া যাক বাদবাকি বিশ্বের দিকে আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইচ্ছুকঃফিলিস্তিন ও ইস্রাইলের নেতারা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ,ইস্রাইলের উপপ্রধানমন্ত্রী শিমন প্যারেস এবং পররাষ্ট্রমন্ত্রী মাদাম টজিপি লিভনি সুইজার্ল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন। দু'পক্ষই ফিলিস্তিন-ইস্রাইল সমস্যা নিয়ে উভয় বলেছে, গুরুত্বের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক, যাতে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। আব্বাস বলেছেন, ফিলিস্তিন ও ইস্রাইলের সংঘর্ষ হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘর্ষ। দু'পক্ষের মধ্যপ্রাচ্যের শান্তি অর্জনের রোড-ম্যাপ পরিকল্পনা অনুয়ায়ী সদিচ্ছার মাধ্যমে শান্তি প্রক্রিয়া শুরু এবং শেষ করা উচিত। লিভনি বলেছেন, তিনি ফিলিস্তিনের সঙ্গে আলোচনা এবং শান্তি প্রক্রিয়ার অগ্রগতি অর্জন ত্বরান্বিত করার বিষয় নিয়ে পরামর্শ করতে ইচ্ছুক। তবে দু'পক্ষের বর্তমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে আলোচনা করা উচিত। শান্তি প্রক্রিয়ায় সাফল্য অর্জন করতে দু'পক্ষের কঠিন সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। লেবাননকে সাহায্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত লেবাননকে সাহায্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২৫ জানুয়ারী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো ৭.৬ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য ও সুবিধাজনক ঋণ লেবাননের পুনর্গঠনে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত সুন বি কান সম্মেলনে ভাষণ দেয়ার সময় বলেছেন, চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে লেবানন ও ইস্রাইলের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। তিনি আরো বলেছেন, চীন লেবাননকে তিন কোটি ইউয়ান অনুদান দেবে। ৩৬টি দেশ ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা লেবাননের পুনর্গঠন কাজ ও সম্প্রতি সরকার প্রণীত অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা ব্যাখ্যা করেছেন। অংশগ্রহণকারীরা তাঁর প্রশংসা ও সমর্থন করেছেন। সিনিওরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুত আর্থিক সাহায্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।