সিনহুয়া বার্তা সংস্থা ২৯ জানুয়ারী "চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাষ্ট্রীয় পরিষদ সক্রিয়ভাবে আধুনিক কৃষি উন্নয়ন করা ও সমাজতান্ত্রীক নতুন গ্রাম বিনির্মান ত্বরান্বিত করা সংক্রান্ত মতামত" প্রকাশ করেছে। এই মতামতে প্রমাণিত হয়েছে যে, চীনের কৃষি ও গ্রামীন কাজের ওপর দেয়া মনোযোগ আরো বেশি হবে ।
মতামতে বলা হয়েছে, ২০০৬ সালের পর চীনের খাদ্যশস্যের উত্পাদনের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। কৃষকদের আয় বেড়েছে, পল্লী অঞ্চলের সার্বিক সংস্কার স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু কৃষির বুনিয়াদী ব্যবস্থা এখনো দুর্বল। পল্লী অঞ্চলের সামাজিক অবস্থার উন্নয়ন এখনো পিছিয়ে রয়েছে। গ্রামের অনুন্নত অবস্থা, শহর ও গ্রামের ব্যবধান কমাতে আরো কঠোর প্রচেষ্টা চালানো দরকার।
মতামতে আরো বলা হয়েছে, ২০০৭ সালে চীন অব্যাহতভাবে কৃষি ক্ষেত্রের বরাদ্দ বাড়াবে ও আধুনিক কৃষি বিনির্মাণের নিশ্চয়তাবিধান ব্যবস্থা গড়ে তুলবে। বিভিন্ন শ্রেণীর সরকারের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ ও সামাজিক অবস্থার উন্নয়নের অগ্রাধিকার গ্রামে স্থানান্তর করবে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে নতুন করে বাড়ানো জাতীয় অর্থ ও স্থাবর সম্পত্তিতে পুঁজি বিনিয়োগ প্রধানতঃ গ্রামে ব্যবহার করা হবে। তা ছাড়া সরকার কৃষি বিষয়ক সহায়তার উদ্দেশ্যে ভর্তুকি ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ করবে , কৃষি ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে এবং কৃষক ও সামাজিক শক্তিদের আধুনিক কৃষি শিল্পে পুঁজি বিনিয়োগ করতে উত্সাহ দেবে।
|