*গত দশ বছর চীনের উচ্চ শিক্ষা ক্ষেত্রে ঐতিহ্যিক অগ্রগতি অর্জিত হয়েছে
সম্প্রতি চীনের শিক্ষামন্ত্রী চৌ জি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইনান বিশ্ববিদ্যালয়ে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের উচ্চ শিক্ষা ক্ষেত্রে ঐতিহ্যিক অগ্রগতি অর্জিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তির ছাত্রছাত্রীদের সংখ্যা ও প্রশিক্ষণের মান উভয় ক্ষেত্রেই দ্রুত উন্নয়ন অর্জিত হয়েছে।
তিনি বলেছেন, বর্তমানে চীনের উচ্চ শিক্ষা গণ- উন্নয়নের পর্যায়ে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তি ও অনুশীলনের নৈপূণ্য আরো ভালোভাবে উন্নতি লাভ করেছে। চীনের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মান, সামাজিক পরিসেবার মান ও বিবেচনার মানসহ সকল ক্ষেত্রেই অগ্রগতি অর্জিত হয়েছে। বর্তমানে চীনের উচ্চ শিক্ষার মান বিশ্বের শ্রেষ্ঠ মানের সমান।
জানা গেছে, ২০০৬ সালে চীনের বিশ্ববিদ্যালয়ে ৫৪ লাখ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। এ সংখ্যা সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের ছাত্রছাত্রী ভর্তি সংখ্যার মধ্যে প্রথম।
*চীন মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার দেশগুলোতে কনফুসিয়াস ইনস্টিটিউট গঠন করবে
চীনা ভাষাকে আন্তর্জাতিকীকরণ বিনিময় ও জনপ্রিয় করে তোলার জন্য চলতি বছর চীন মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার দেশগুলোর সহযোগিতায় তিনটি কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন করবে। বর্তমানে এই প্রকল্প চালু রয়েছে। বিভিন্ন কাজের প্রস্তুতি নিচ্ছে।
কনফুসিয়াস ইনস্টিটিউট হচ্ছে চীনা ভাষা প্রশিক্ষণ দেয়া ও চীনের সংস্কৃতিকে তুলে ধরার অলাভজনক শিক্ষা সংস্থা। ২০০৪ সালের ২১ নভেম্বর বিশ্বের প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট দক্ষিণ কোরিয়ার সিউলে চালু হয়। বর্তমানে বিশ্বে ১২৩টি ইনস্টিটিউট রয়েছে।
|