v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-29 19:15:22    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১/২৯

cri

 এসো চীনা শিখি আসরের বয়স প্রায় ৮ বছর । ২০০৮ সাল পেইচিংয়ের অলিম্পিক গেমস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসো চীনা শিখির আসরের উপস্থাপক শুয়ে ফেই ফেই এই আসরকে নতুন করে সাজিয়ে ৩০ জানুয়ারী থেকে আপনাদের উপহার দেবেন। নতুন আসরে আপনারা অলিম্পিক সম্পর্কিত চীনা ভাষা শেখার পাশাপাশি অলিম্পিক গেমসের ইতিহাস ও বর্তমান সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। আশা করি, আপনারা নতুন সাজানো চীনা ভাষা শেখার আসর পছন্দ করবেন।

 অর্থনীতির উন্নয়ন ও সামাজিক অগ্রগতির সঙ্গে সঙ্গে কম্পিউটার এখন চীনের অনেক পরিবারের জন্যে অনিবার্য্য হয়ে দাঁড়িয়েছে। অথচ বহু ছেলেমেয়ে কম্পিউটার খেলায় নিমগ্ন হয়ে লেখাপড়ার ক্ষতি করছে। তাদের মা-বাবারা এ নিয়ে খুব মাথা ব্যাথা করেন। এ সমস্যা সমাধানের জন্যে পূর্ব চীনের চে চিয়াং প্রদেশের রাজধানী হাং চৌ শহরের হাই ইয়াং একটি ভালো উপায় আবিষ্কার করেছেন। তিনি পারিবারিক ওয়েবসাইট খোলার মাধ্যমে সাফল্যের সঙ্গে তার মেয়েকে কম্পিউটার খেলা থেকে সরিয়ে নিয়েছেন। ৩১ জানুয়ারী সমাজ দর্পণ আসরে শি চিং উ এ ছোট হাইলো ওয়েবসাইটের কাহিনী বলবেন।

 পূর্ব চীনের চে চিয়াং প্রদেশের রাজধানী মনোরম হাংচৌ শহরের উপকণ্ঠের সুয়াং সি নগরে একজন পুরুষ গরুর ভাইয়ের নামে সুপরিচিত। গরুর ভাইয়ের আসল নাম চাং রুং কেন । গত কয়েক বছরে তার বাড়িতে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে গরুর ভাই চাং রুং কেন ও স্থানীয় কৃষকরা স্বচ্ছল হওয়ার একটি নতুন পথ খুঁজে পেয়েছেন। ২ ফেব্রুয়ারী সেই গ্রাম এই জীবন আসরে শি চিং উ "গরুর ভাইয়ের কাহিনী" নামে একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

 ২০০৬ সালের ১১ নভেম্বর চিয়াংসু প্রদেশের নানথোং শহরের হাওহো নদীর তীরে বিখ্যাত হুয়ানসি সাংস্কৃতিক ময়দানে "স্বপ্ন মনে থাকে, ভালবাসা হাতে থাকে" শিরোনামে এক দাতব্য সান্ধ কালীণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। অনুষ্ঠানটি নানথোং শহরের ব্যাপক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে। সান্ধকালীণ অনুষ্ঠান বিশেষ ধরণের । অনুষ্ঠানের আয়োজক হোক বা নায়ক নায়িকা হোক আগে তারা পরস্পরের কাছে অপরিচিত ছিলেন। তাহলে কেন তারা সবাই এই সান্ধকালীণ অনুষ্ঠানে সম্মিলিত হতে পেরেছেন? এর শুধু একটি কারণ রয়েছে, তা হল, অসুস্থ তিন ইয়ু লান ও ছেন চিনের জন্য চাঁদা সংগ্রহ করা। ২ ফেব্রুয়ারী কন্যা জায়া জননী আসরে চুং শাও লি "সুন্দর জীবন" শিরোনামে সেই গল্পটি আপনাদের শোনাবেন।

 চীনে উজবেক জাতি ইসলাম ধর্মাবলম্বী ১০টি সংখ্যালঘু জাতির অন্যতম। এই জাতির অধিবাসীরা প্রধানতঃ দক্ষিণ সিনচিয়াংয়ের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন। ৩ ফেব্রুয়ারী ওরা অনন্য আসরে থাং ইয়াও খান উজবেক জাতির তিন প্রজন্মের বিয়ের অনুষ্ঠান ও উজবেক জাতির লোকদের জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।