চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন কর্মকর্তা বলেছেন, এ বছর তিব্বত ভৌগোলিক প্রাধান্যকে কাজে লাগিয়ে মালভূমির বৈশিষ্ট্যসম্পন্ন একটি আধুনিক কৃষি উন্নয়নের পথ অন্বেষণ করবে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির উপ-সম্পাদক চাং ঈ জন ২৯ জানুয়ারী লাসায় অনুষ্ঠিত তিব্বতী গ্রামীণ কর্ম সম্মেলনে বলেছেন, এ বছর তিব্বত অব্যাহতভাবে কৃষি খাতে দেয়া অর্থ সুবিন্যস্ত করে প্রধানতঃ শ্রেষ্ঠ চমরী গাই, ছাগল, দুগ্ধবতী গাভী, হাঁস-মুরগী এবং মালভূমির শাকশব্জীসহ কৃষিজ দ্রব্য ও পশুপালন শিল্পের পণ্যের প্রক্রিয়াকরণ কেন্দ্রকে সহায়তা দেবে। যত তাড়াতাড়ি সম্ভব বৈশিষ্ট্যপূর্ণ কৃষি শিল্পের উন্নয়ন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে।
দক্ষিণ-পশ্চিম চীনের ছিংহাই-তিব্বত মালভূমিতে অবস্থিত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে কৃষি ও পশুপালন শিল্প প্রধান অঞ্চল। সেখানকার মোট জনসংখ্যার ৮০ শতাংশের বেশি হচ্ছেন কৃষক বা পশুপালক। ইতিহাস ও প্রকৃতিগত কারণে তিব্বতের কৃষি ও পশুপালন শিল্পের বুনিয়াদী ব্যবস্থা দুর্বল ।
চাং ঈ জন বলেছেন, "ছিংহাই-তিব্বত রেলপথের প্রতিষ্ঠা তিব্বত ও মূলভূভাগের ব্যবধান কমিয়ে দিয়েছে। তিব্বতের বৈশিষ্ট্যপুর্ণ কৃষির উন্নয়ন, কৃষিজ দ্রব্য বাজারে প্রবেশ করার জন্য অভূতপূর্ব সুযোগের সৃষ্টি করেছে। "
|