পোল্যান্ডের বিভিন্ন মহলের ব্যক্তিরা ২৮ জানুয়ারী ওয়ারশ শহরের কেন্দ্রস্থলে ইহুদী পৃথকীকরণ অঞ্চলের স্মৃতিসৌধের সামনে " আন্তর্জাতিক হত্যাকান্ড স্মারক দিন" অনুষ্ঠানে অংশ নিয়েছে।
এদিন সন্ধ্যায় অনেকেই নিহতদের স্মরণে স্মৃতিসৌধের সামনে পুষ্প স্তবক অর্পণ করেছে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট লেছ কাজিনস্কি এক বাণীতে এবারের অংশগ্রহণকারী তরুণ-তরুণীকে ভালভাবে শিক্ষা গ্রহণের অনুরোধ জানিয়েছে। যাতে তারা এ ইতিহাস মনে রাখতে পারে।
১৯৪৫ সালের ২৭ জানুয়ারী ,সোভিয়েট ইউনিয়ন বাহিনী দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালে এডলফ হিটলারের নির্মিত যে সর্বোচ্চ -- ওসিচিম বন্দী শিবিরকে মুক্তি দিয়েছে।
২০০৫ সালের ১ নভেম্বর, ৬০তম জাতিসংঘের পূর্ণাঙ্গ অধিবেশনে একটি প্রস্তাব গৃহীত হয়েছে যে, প্রতিবছরের ২৭ জানুয়ারী হচ্ছে আন্তর্জাতিক হত্যাকান্ড স্মারক দিবস । তবে এবছর ২৭ জানুয়ারী হলো ইহুদীদের দিবস। এর জন্যে স্মারক দিবস ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
|