আফ্রিকান ইউনিয়নের অষ্টম শীর্ষ সম্মেলন ২৯ জানুয়ারী ঈথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শুরু হয়েছে। ৩৪ জন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানসহ ৫৩টি আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশের প্রতিনিধিরা দু'দিনব্যাপী এ সম্মেলনে প্রধানতঃ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন , আবহাওয়ার পরিবর্তন এবং জটিল আঞ্চলিক উত্তেজিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন।
এবারের সম্মেলনের প্রধান প্রসঙ্গ হচ্ছে "বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার বিকাশ" এবং "আফ্রিকার আবহাওয়ার পরিবর্তন"। জানা গেছে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং "সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্য" বাস্তবায়ন করার জন্য আফ্রিকার বিভিন্ন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো, ধীশক্তি প্রশিক্ষণ দ্রুত করা এবং বৈজ্ঞানিক গবেষণার সফল উত্পাদন শক্তিতে রূপান্তর করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি পৃথিবীতে আফ্রিকায় আবহাওয়ার পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। আফ্রিকা আবহাওয়ার পরিবর্তনের মোকাবেলায় ইতিবাচক ব্যবস্থা নিয়েছে। তা ছাড়া সুদানের দারফুর সমস্যা ও সোমালিয়ার পরিস্থিতিও এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় হবে।
|