v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-29 18:28:09    
প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন আফ্রিকা সফরের তাত্পর্য বিরাট

cri
    ক্যামেরুন , লাইবেরিয়া , সুদান , জাম্বিয়া , নামিবিয়া , দক্ষিণ আফ্রিকা , মোজাম্বিক ও সিসিলিসের প্রেসিডেন্টের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩০ জানুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত এ আটটি আফ্রিকান দেশে আনুষ্ঠানিক সফর করবেন । এটা হবে এ বছরে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের প্রথম বিদেশ সফর এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের পর চীন ও আফ্রিকার দেশগুলোর সম্পর্কের আর একটি গুরুত্বপূর্ণ ঘটনা । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও চীনের আফ্রিকা বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন আফ্রিকা সফর পেইচিং শীর্ষ সম্মেলনের সুফলগুলো বাস্তবায়ন করবে , তাই এ সফরের তাত্পর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

    বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন বরাবরই উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে তার সম্পর্ককে , বিশেষ করে আফ্রিকার দেশগুলোর সম্পর্ককে নিজের পররাষ্ট্রনীতির প্রধান বিষয় হিসেবে গণ্য করে আসছে। গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত চীন- আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট হু চিন থাও চীন সরকারের পক্ষ থেকে চীন ও আফ্রিকার সহযোগিতা বাড়ানোর লক্ষেআটটি প্রস্তাব পেশ করেছেন । তিনি বলেছেন , আফ্রিকার দেশগুলোতে চীনের সাহায্য বাড়ানো হবে । ২০০৯ সালে আফ্রিকার দেশগুলোর প্রতি চীনের সাহায্যের পরিমান ২০০৬ সালের দ্বিগুণ হবে । পরবর্তী তিন বছরে চীন আফ্রিকার দেশগুলোকে তিন বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঋণ দেবে এবং দুই বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রপ্তানি ঋণ দেবে । এ সব প্রস্তাবে রাজনীতি , অর্থনীতি , শিক্ষা , সংস্কৃতি ও চিকিত্সাসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য ও বিনিয়োগ বাড়ানো, ঋণ ও কর কমানো বা মওকুফ , অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা অঞ্চল প্রতিষ্ঠা, কৃষি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা ও কর্মী প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয়েছে । চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী চাই চুন কিছু দিন আগে বলেছেন , প্রেসিডেন্ট হু চিন থাওয়ের এ বছরের প্রথম বিদেশ সফর হিসেবে আফ্রিকায় যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো তার পেশ করা এ সব প্রস্তাব যততাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা । তিনি বলেছেন , প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন আফ্রিকা সফরের প্রধান উদ্দেশ্য আফ্রিকার দেশগুলোর সঙ্গে ঐতিহ্যিক মৈত্রী বাড়ানো ছাড়াও তাদের সঙ্গে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সহযোগিতা বাড়ানো এবং পেইচিং শীর্ষ সম্মেলনের সুফল বাস্তবায়ন করা ।

    জানা গেছে , প্রেসিডেন্টিহু চিন থাও এ বার যে আটটি দেশ সফর করবেন , তার মধ্যে যেমন বড় দেশ আছে , তেমনি আছে ক্ষুদ্র দেশ , যেমন ধনী দেশ আছে , তেমনি আছে দরিদ্র দেশ । এ আটটি দেশের মধ্যে ছয়টি দেশই হবে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের প্রথম সফর । সফরকালে প্রেসিডেন্ট হু চিন থাও আটটি দেশের নেতাদের সঙ্গে নতুন পরিস্থিতিতে চীন আফ্রিকা মৈত্রী ও সার্বিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে মতবিনিময় করবেন । দুপক্ষের মধ্যে আর্থ-সামাজিক সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করা হবে । সফরকালে প্রেসিডেন্ট হু চিন থাও চীনের সাহায্যে নির্মিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন । যেমন তিনি ক্যামেরুনে চীনের সাহায্যে নির্মিত মহিলা ও শিশু হাসপাতাল ও স্টেডিয়াম পরিদর্শন করবেন । চীন-লাইবেরিয়া ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিত্সা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং লাইবেরিয়ায় কর্মরত চীনের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করবেন । জাম্বিয়ায় তিনি জাম্বিয়া-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং মোজাম্বিকে চীনের কৃষি প্রযুক্তি প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন । সুদান সফরকালে তিনি প্রেসিডেন্ট বাশিরের সঙ্গে দারফুর সমস্যা নিয়ে মতবিনিময় করবেন।

    চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর আফ্রিকা বিষয়ক প্রফেসর হো ওয়েন পিন মনে করেন , প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন সুদান সফর আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বলে জানানো হবে যে সুদানের সঙ্গে চীনের ঐতিহ্যিক মৈত্রী দীর্ঘকালের । এ আটটি দেশের মধ্যে সুদান চীনের সঙ্গে সবচেয়ে আগে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে । চীন দারফুর সমস্যাকে গুরুত্ব দেয় এবং চীন অব্যাহতভাবে এ সমস্যা সমাধানে ভুমিকা নেবে ।