চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া সুয়েন ২৯ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , চীন সরকার বন্ধুত্বপূর্ণ , সম্মান প্রদর্শন, পারস্পরিক সমর্থন ও যৌথ উন্নয়নের ভিত্তিতে উন্নয়নশীল দেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে ইচ্ছুক ।
দক্ষিণ কেন্দ্রের চেয়ারম্যান , তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট বেনজামিন ভিলিয়াম মাক্পার সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন , উন্নয়নশীল দেশগুলোর উচিত কৌশলগত দিক থেকে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার করার নতুন পদ্ধতি খুঁজে বের করা । চীন সরকার দক্ষিণ কেন্দ্রের কাজের ওপর গুরুত্ব দেয় এবং তা সমর্থন করে। চীন সরকার এ কেন্দ্রের কেন্দ্রীয় তহবিলের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দেবে ।
মাক্পা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ত্বরান্বিত করার জন্য চীনের অবদানের প্রশংসা করেছেন এবং দক্ষিণ কেন্দ্রের কাজে চীনের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
|