ইরানের পরমাণু আলোচনার শীর্ষ প্রতিনিধি , সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিশনের সচিব আলী লারিজানী ২৮ জানুয়ারী বলেছেন , সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহামেদ এলবারাদেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করা এবং ইরানের ওপর থেকে জাতিসংঘের আরোপিত শাস্তি প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছেন , ইরান তা বিবেচনা করবে ।
সফররত রুশ জাতীয় নিরাপত্তা কমিশনের সচিব ইগোর ইভানোভের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লারিজানী বলেছেন , এলবারাদেইর প্রস্তাব বিবেচনাযোগ্য । তবে এ প্রস্তাব বর্তমান সমস্যা সমাধান করতে পারবে কি না তা বিবেচনা করার জন্য কিছু সময় লাগবে । তিনি বলেন , ইরানের পরমাণু সমস্যা অনেক পক্ষের সঙ্গে জড়িত । তাই যে কোনো সমস্যা সমাধানের প্রস্তাব বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে ।
ইভানোভ বলেছেন , সংশ্লিষ্ট পক্ষের উচিত এলবারাদেইর প্রস্তাব বিবেচনা করা এবং রাজনৈতিক পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা ।
|