'সারা বিশ্বকে শুভেচ্ছা জানানো' নামক বহু ভাষা প্রশিক্ষণ আন্দোলন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সমর্থনে চলছে। প্রথম কিস্তিতে ৩হাজার প্রশিক্ষণ উপকরণ শেষ পাঠানো শেষ হয়েছে এবং এক হাজারেরও বেশি লোককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। খবরে প্রকাশ, এবারের আন্দোলনের পরিকল্পনা অনুযায়ী, এ বছরের মধ্যে ২৫ হাজার বিশ্ববিদ্যালয় ও হাইস্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেয়া হবে।
তিং শুলিন মনে করেন, এবারের আন্দোলন পেইচিং অলিম্পিক গেমসের জন্য শুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সাহায্য করবে। তিনি বলেছেন, 'এবারের আন্দোলনের একটি লক্ষ্য হল অলিম্পিক গেমস ২০০৮'র জন্য একটি শুষ্ঠু ভাষার পরিবেশ সৃষ্টি করা। সঙ্গে সঙ্গে আমরা আশা করি, আরো বেশি ছাত্রছাত্রীরা ও নাগরিকরা বিদেশী ভাষা শিখার ওপর দৃষ্টি সজাগ রাখবে। যাতে আরো বেশি নাগরিকরা বহু ভাষা স্বেচ্ছাসেবক পরিণত হতে পারে। এটি হল আমাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।'
1 2 3 4
|