চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ইউ কুয়াং চৌ ২৮ জানুয়ারী বলেছেন , চীনের বাণিজ্যিক বাড়তি প্রধানত বেসরকারী ও বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীভূত রয়েছে ।
২৮ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন সংক্রান্ত শীর্ষ ফোরাম- ২০০৭ -এ ইউ কুয়াং চৌ এ কথা বলেছেন । তিনি আরো বলেন , গত বছর চীনের ১৭৭ বিলিয়ন ৫০ কোটি মার্কিন ডলার সমমূল্যের বাণিজ্যিক বাড়তি প্রধানত প্রক্রিয়াকরণ বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্রীভূত ছিল । আঞ্চলিক দিক থেকে এ বাণিজ্যিক বাড়তি প্রধানত কেন্দ্রীভূত ছিল ইইউ , যুক্তরাষ্ট্র ও চীনের হংকংয়ে ।
ইউ কুয়াং চৌ বলেন , চীন আমদানি বাড়ানো , রফতানিকারক পণ্যের কাঠামো উত্কৃষ্টকরণ এবং বিদেশে পুঁজি বিনিয়োগ ও ব্যয় সম্প্রসারণ করে এ বাণিজ্যিক বাড়তি কমিয়ে আনার প্রচেষ্টা চালাবে ।
|