পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশায়ার শহরে ২৭ জানুয়ারী সন্ধ্যায় এক বিস্ফোরণ ঘটে । এতে কমপক্ষে ১০ জন নিহত আর ২৫ জন আহত হয়েছে ।
পাকিস্তানের সরকারী সংবাদ সংস্থার খবরে জানা গেছে , পেশায়ার শহরের কেন্দ্রের একটি বাজারে এই বিস্ফোরণ ঘটে । নিহতদের মধ্যে স্থানীয় পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা ও আঞ্চলিক সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছে ।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররাফ ও প্রধানমন্ত্রী শওকত আজীজ বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং সংশ্লিষ্ট বিভাগকে অবিলম্বে আহতদেরকে চিকিত্সা দেয়াসহ এ ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন ।
এ পর্যন্ত কোনো সংস্থা বা ব্যক্তি এ ঘটনার দায়িত্ব স্বীকার করে নি ।
২৬ জানুয়ারী , পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ফাইভ স্টার হোটেলের গেটে এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটে । এতে আত্মঘাতীসহ একজন গার্ড নিহত এবং অন্য ৭ জন আহত হয়েছে ।
|