২৭ জানুয়ারী চীনের আধুনিকায়ন সংক্রান্ত কৌশলগত গবেষণা গ্রুপ প্রকাশিত " চীনের আধুনিকায়ন সংক্রান্ত প্রতিবেদন ২০০৭"তে চীনের প্রকৃতির আধুনিকায়নের কৌশলগত লক্ষ্য উত্থাপন করেছেন । এ লক্ষ্য অনুযায়ী ২০৫০ সালের কাছাকাছি সময় চীনের প্রকৃতির আধুনিকায়ন পৃথিবীর মাঝারী মানে পৌঁছুবে । তখন অর্থনীতির উন্নতির সংগে সংগে প্রাকৃতিক পরিবেশের আর অবনতি হবে না ।
প্রতিবেদনে এ ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে বলা হয়েছে যে , এ লক্ষ্য বাস্তবায়িত হলে চীনে শহরগুলোর দুষিত পানি ও বর্জ্য পদার্থ এবং শিল্পজনিত দুষিত পানি ও বর্জ্য পদার্থ শোধনের হার ১০০ শতাংশে উন্নীত হবে এবং সারা দেশের ৬০ শতাংশ লোক সবুজ ও সুন্দর পরিবেশের অধিকারী হবেন আর ৬০ শতাংশ শহরের বাতাসের মান প্রথম শ্রেণীর সমান হবে ।
|