দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ান নান প্রদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার কাছাকাছি রয়েছে । এখন এ প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে আসিয়ান দেশগুলোর ভাষা শিক্ষাকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইংরেজীর পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনোএকটি ভাষা আয়ত্ত করতে উত্সাহিত করছে ।
একই সময় ইয়ুন নান প্রদেশ লেখাপড়ার জন্যে তার আশেপাশের দেশগুলো থেকে আরো বেশি ছাত্রকে ভর্তি করার চেষ্টা করছে । এক হিসাব থেকে জানা গেছে , বর্তমানে ইয়ুন নান প্রদেশে অধ্যয়ণরত এসব দেশের ছাত্রছাত্রীদের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে । তারা পৃথক পৃথকভাবে ভিয়েতনাম , লাওস , মিয়ানমার , থাইল্যান্ড , কাম্পুচিয়া ও ভারত থেকে এখানে এসেছেন । এ সংখ্যা এ প্রদেশে মোট বিদেশী ছাত্রদের ৭০ শতাংশের কাছাকাছি হয়েছে ।
|