২৬ জানুয়ারী চীনের শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , গত বছরের সেপ্টেম্বর নাগাদ চীনের তিব্বত স্বায়ত্তশাসিতঅঞ্চলের বিভিন্ন স্তরের নানা ধরণের বিদ্যালয়ে মোট ৫ লাখ ৩০ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছে । স্কুলবয়সী শিশুদের স্কুলেভর্তিরহার ৯৬.৫ শতাংশে দাঁড়িয়েছে ।
পরিসংখ্যানে জানা গেছে , তিব্বতে যুবকযুবতী ও মধ্যবয়সীদের মধ্যে নিরক্ষরতার হার ইতোমধ্যে১৯৯০ সালের ৭০ শতাংশ থেকে বর্তমানের ১০ শতাংশে নেমে এসেছে ।
চীনের জনগণের রাজনৈতিকা পরামর্শ সম্মেলনেরজাতীয় পরিষদের চেয়ারম্যান চিয়া ছিংলিন একই দিন পেইচিংয়ে অনুষ্ঠিত এক সভায় বলেছেন , চীন তিব্বতের বিভিন্ন স্তরের নানা ধরণের শিক্ষার দ্রুত , সমন্বয় ও সুষ্ঠ উন্নয়নকে আরও জোরদার করবে এবং তিব্বতের সমৃদ্ধি ও সমাজের স্থিতিশীলতা ত্বরান্বিত করার নিশ্চয়তাবিধান করবে ।
|