গত বছর চীনের বিদ্যুত উত্পাদন যন্ত্রের মোট ধারণ ক্ষমতা ৬২.২ কোটি কিলোওয়াটে উন্নীত হয়েছে । এটি ২০০৫ সালের তুলনায় ২০ শতাংশ বেশি । গত বছর চীনের বিদ্যুত উত্পাদন ২ ট্রিলিয়ন ৮৩৪.৪ বিলিয়ন কিলোওয়াট ঘন্টায় পৌঁছেছে । এটি ২০০৫ সালের তুলনায় ১৩ শতাংশ বেশি । এতে চীনের বিদ্যুত সরবরাহের ক্ষেত্রে উত্তেজনাময় পরিস্থিতি আরো প্রশমিত হয়েছে ।
শুক্রবার চীনের জাতীয় বিদ্যুত শক্তি তত্ত্বাবধান কমিটি সূত্র থেকে এ খবর জানা গেছে ।
এ কমিটির একজন কর্মকর্তা বলেছেন , বিদ্যুত শক্তির ক্ষেত্রে সরবরাহ ও চাহিদার মধ্যকার দ্বন্দ্ব নিরসনের জন্যে গত কয়েক বছর চীন বিদ্যুত শক্তির গঠনকাজ জোরদার করেছে । গত ৫ বছরে চীনের বিদ্যুত উত্পাদন যে হারে দ্রুত বেড়েছে , তা চীনের জি ডি পির প্রবৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে ।
২০১০ সালে চিনের বিদ্যুত উত্পাদন যন্ত্রের ধারণ ক্ষমতা ৮০ কোটি কিলোওয়াটের কাছাকাছি হবে । তার মধ্যে জলবিদ্যুত , পারমাণবিক বিদ্যুত এবং নতুন জ্বালানীর সাহায্যে বিদ্যুত উত্পাদনের অনুপাত ৩৫ শ তাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে ।
|