পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজীজ ২৬ জানুয়ারী সুইজল্যান্ডের ডাভোজে বলেছেন , পাকিস্তান চীনের অর্থনীতির উন্নয়ন আর দেশের শক্তিকেও জোরদার করায় তিনি খুব খুশি হন । চীনের শক্তিশালী হওয়া বিশ্বের জন্য সহায়ক ।
বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে আজিজ এক সংবাদ সম্মেলনে বলেছেন , চীনের কূটনীতি , রাজনীতি ও অর্থনৈতিক শক্তি অব্যাহতভাবে জোরদার হচ্ছে । আন্তর্জাতিক মঞ্চে চীন ক্রমেই আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তিনি মনে করেন , চীনের উন্নয়ন সারা বিশ্বের উন্নয়ন ত্বরান্বিত করবে , তা বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রের সমতা রক্ষার জন্যও সহায়ক হবে ।
আজিজ বলেছেন , পাকিস্তান ও চীনের সম্পর্ক খুব দৃঢ় এবং অব্যাহতাভাবে তা জোরদার হচ্ছে । দু'দেশ ঘনিষ্ঠ এবং নিবিড় যোগাযোগও বজায় রেখেছে । তিনি বলেছেন , পাকিস্তান ও চীনের অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন আরো দ্রুততর হবে। পাকিস্তানে চীনের পুঁজি বিনিয়োগ ভবিষ্যতে আরো বাড়বে । অনেক চীনা কোম্পানী এখন পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে অংশ নিচ্ছে ।
|