আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফের প্রধান রড্রিগো রাটো ২৬ জানুয়ারী পেইচিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন , চীন বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার এক গুরুত্বপূর্ণ শক্তি ।
রাটো বলেছেন , গত ৩০ বছরে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীনের অর্জিত অগ্রগতি উল্লেখযোগ্য । অর্থনৈতিক ক্ষেত্রে চীনের সাফল্য এ যুগের বিরাট সাফল্যের একতম । তিনি মনে করেন , চীনের সাফল্য প্রধানত বাজারায়ন অর্থনীতির নীতি ও বিশ্বায়ন প্রক্রিয়ায় চীনের অংশগ্রহণের সঙ্গে জড়িত ।
রাটো বলেছেন , অল্প সময়ের মধ্যে চীনে মুদ্রাস্ফীতি ঘটার ঝুঁকি নেই । চীনের অর্থনৈতিক উন্নয়নের অন্তবর্তীকালীন বৃহত্তম চ্যালেঞ্জ হল অর্থনৈতিক প্রবৃদ্ধির পদ্ধতির পরিবর্তন । তা পুঁজি বিনিয়োগ ও রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা থেকে ভোগ করার উত্সাহ দেয়ায় পরিণত হয় । সুতরাং চীনে আরো নমনীয় মুদ্রা হারের প্রয়োজনীয়তা দেখা যায় ।
|