চীনের কৃষি মন্ত্রণালয় ২৫ জানুয়ারী জানিয়েছে , উদ্ভিজ সহ তরল জ্বালানী তৈরীতে কাচামাল যুগিয়ে দেয়ার জন্যে চীন উচু উত্পাদন ফসল চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের জীবাণু জ্বালানীর উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করবে। যার ফলে ২০২০ সাল নাগাদ এ সব জ্বালানী এক কোটি টনের পরিশোধিত তেলের স্থলাভিসিক্ত হওয়ার লক্ষ্য বাস্তবায়িত হবে।
২৫ জানুয়ারী পেইচিংএ আয়োজিত এক সেমিনারে চীনের কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ব্যাখ্যা করে বলেছেন, বতর্মানে উদ্ভিজ জ্বালানী উন্নয়ন ও কাজে লাগানো দেশ-বিদেশের একটি ব্যাপক আলোচ্য বিষয়। এ ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন ও প্রয়োগ করা হলে জ্বালানী ক্ষেত্রের দ্বন্দ্ব প্রশমিত হতে পারে।
বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে বলেছেন, পূনব্যবহার্য্য জ্বালানী হিসেবে উদ্ভিজ জ্বালানী কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের পর চতুর্থ জ্বালানী বলে গণ্য করা হয়। চীনের গ্রামাঞ্চলের উদ্ভিজ জ্বালানী বলতে সফলের গাছ, মানুষের প্রশ্রাব পয়খানা সহ সামগ্রীকে বুঝায়।
|