রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিখাইল খামিনিন ২৬ জানুয়ারী বলেছেন , রাশিয়া যে ইরানের কাছে টোর -এম-১ বিমান-বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে , তা' আন্তর্জাতিক আইনের নীতি লংঘন করে নি ।
ইন্টার ফ্যাক্স বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে , কামিনিন বলেছেন , রাশিয়া ও ইরানের সামরিক প্রযুক্তিগত সহযোগিতা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত । ইরানের কাছে রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ব্যবস্থা সরবরাহ ইরানের বিরুদ্ধে জাতিসংঘের শাস্তি সংক্রান্ত প্রস্তাব লংঘন করে নি ।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সেরগেই ইভাননোভ ১৬ জানুয়ারী ঘোষনা করেছেন , ২০০৫সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে রাশিয়া ইরানের কাছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের টোর-এম-১ বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে । যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র টোম কেসি একই দিন এ বিষয় নিয়ে রাশিয়ার সমালোচনা করে বলেছেন , ইরানের কাছে রাশিয়ার অস্ত্র রপ্তানি এক অশুভ ইংগিত বহন করছে ।
|