v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-26 19:18:06    
চীনের মোটর গাড়ি রফতানির গুণগত মান ও পরিসেবা উন্নত হবে

cri
    চলতি বছরের ১লা মার্চ থেকে চীনে মোটর গাড়ির রফতানি বিষয়ক লাইসেন্স এবং মোটর গাড়ির গুণগত মান নিশ্চিত করার জন্য পরিসেবা ব্যবস্থা চালু হবে । এই নিয়মবিধি অনুযায়ী , যে সব শিল্প প্রতিষ্ঠান উত্কৃষ্ট মোটর গাড়ি উত্পাদন এবং মেরামতসহ সংশ্লিষ্ট পরিসেবা নিশ্চিত করতে সক্ষম , রফতানির জন্য সে সব শিল্প প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হবে । বিশেষজ্ঞরা মনে করেন যে , এ থেকে বোঝা যায় , চীনের মোটর গাড়ি রফতানির পর্যায় উন্নত হবে এবং আগে কম দামে যে মোটর গাড়ি রফতানি করা হতো , তা পরিবর্তন করা হবে । বিশেষজ্ঞরা প্রস্তাব করেন যে , মোটর গাড়ি উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো গবেষণার কাজ জোরদার করবে , মোটর গাড়ির গুণগত মান উন্নত করবে , যাতে আন্তর্জাতিক বাজারে চীনের মোটর গাড়ির প্রতিদ্বন্দ্বিতা শক্তি বাড়ানো যায় ।

    মোটর গাড়ি রফতানির ক্ষেত্রে যে লাইসেন্স ব্যবস্থা চালু করা হবে , তা চীনের মোটর গাড়ির রফতানি ব্যবস্থাপনার নতুন নিয়মবিধির একটি প্রধান বিষয় । নতুন নিয়মবিধি অনুযায়ী , মোটর গাড়ি রফতানি করতে হলে মেরামতসহ সংশ্লিষ্ট পরিসেবা ক্ষমতা ও ব্যবস্থা নিশ্চিত করতে হবে । প্রধান প্রধান রফতানি বাজারে চীনের মোটর গাড়ির গুণগত মান নিশ্চিত করার জন্য পূর্ণাঙ্গ পরিসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে ।

    ২০০৬ সালে চীন অভূতপূর্বভাবে ৩ লাখেরও বেশি মোটর গাড়ি রফতানি করেছে । কিন্তু এর মধ্যে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানের মেরামতসহ সংশ্লিষ্ট পরিসেবার ব্যবস্থা ও ক্ষমতার অভাব রয়েছে । এতে বিদেশী ক্রেতাদের ব্যবহারের অসুবিধা হয়েছে এবং চীনের মোটর গাড়ির ওপর তাদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে ।

    চীনের মোটর গাড়ি সমিতির কর্মকর্তা চাং সিয়াও ইয়্যু সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , এই নতুন নিয়মবিধি অনুযায়ী , যে সব শিল্প প্রতিষ্ঠান মেরামতসহ সংশ্লিষ্ট পরিসেবার দায়িত্ব বহন করে না , সে সব শিল্প প্রতিষ্ঠান রফতানির অনুমতি পাবে না ।

    উত্কৃষ্ট গুণগত মান ছাড়া মোটর গাড়ির মেরামতসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় পরিসেবা বিশেষ করে আনুষঙ্গিক যন্ত্রাংশেরও প্রয়োজন । এ পর্যন্ত বিদেশে চীনের মোটর গাড়ির মেরামতসহ ধারাবাহিক পরিসেবা স্থানীয় ব্যবসায়ীদের ওপর নির্ভর করা হচ্ছে । এতে বিদেশী ক্রেতাদের চাহিদা যথাসময়ে মেটানো হচ্ছে না এবং তা ক্রেতাদের জন্য বেশ কিছু অসুবিধা ডেকে আনছে । সুতরাং বিদেশে মোটর গাড়ির মেরামতসহ পূর্ণাঙ্গ পরিসেবা ব্যবস্থা গড়ে তোলার জন্য বিদেশী ব্যবসায়ীদের সঙ্গে চীনের শিল্প প্রতিষ্ঠানের সহগযোগিতা চালানো উচিত ।

    বর্তমানে চীনের মোটর গাড়ির রফতানি বাজারের আরেকটি বড় সমস্যা হল মোটর গাড়ির রফতানি ব্যবস্থাপনা ও ব্যবসায় নিয়োজিত বিভাগ বেশি । ফলে এই ক্ষেত্রে প্রতিদ্বন্দিতায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে । পরিসংখ্যান অনুযায়ী , গত বছর মোটর গাড়ি রফতানির ব্যবসায় নিয়োজিত চীনের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজারেরও বেশি । এই সব শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান নিজ নিজ স্বার্থ বিবেচনা করে অল্প দামে মোটর গাড়ি বিক্রি করতো । এতে বিদেশী ক্রেতা এবং চীনের শিল্প প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুন্ন হয়েছে । এই সব সমস্যা দূর করার জন্য ভবিষ্যতে চীনের মোটর গাড়ি রফতানি বিষয়ক গুণগত মান ব্যবস্থাপনা এবং মেরামতসহ সংশ্লিষ্ট পরিসেবা ব্যবস্থা চালু হবে ।

    চীনের মোটর গাড়ি সমিতির কর্মকর্তা চাং সিয়াও ইয়্যু বলেছেন , চীনের মোটর গাড়ি ইউরোপ ও আমেরিকায় রফতানি করতে হলে প্রযুক্তি , তেল ব্যবহার ও বর্জ্য গ্যাস নিঃসরণের ব্যাপারে এই সব দেশের বাজারের মানদন্ডের সঙ্গে খাপ খাওয়ানো দরকার ।

    মিঃ চাং সিয়াও ইয়্যু প্রস্তাব করেন যে , নতুন প্রজন্মের মোটর গাড়ি গবেষণা ও তৈরীর ব্যাপারে চীনের শিল্প প্রতিষ্ঠানকে উদ্ভাবনের কাজ করতে হবে , বরং একদম অন্যদেশের অনুকরণ করা যাবে না , যাতে আন্তর্জাতিক বাজারে চীনের শিল্প প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানো যায় । তা ছাড়া আন্তর্জাতিক বাজারে চীনের মোটর গাড়ি উত্পাদনকারী শিল্প প্রতিষ্ঠানকে নিজেদের মর্যদাও অনবরতভাবে উন্নত করতে হবে ।