২৬ জানুয়ারী চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক সূত্রে বলা হয়েছে, ২০০৬ সালে চীন আর ভারতের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২৪৯০ কোটি মার্কিন ডলার্রে পৌছে ২০০৫ সলের তুলনায় তা ৩৩ শতাংশ বেশী। দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। চীন হচ্ছে ভারতের দ্বিতীয় বড় বাণিজ্যিক অংশীদার। চীন ভারতের কাছে প্রধানত গাড়ীতে ব্যবহার্য টেলিফোন, কয়লা, বস্ত্রবয়ন যন্ত্র এবং যন্ত্রাংশ রফতানি করে। চীন প্রধানত ভারত থেকে খানিজ দ্রব্য ইস্পাত, প্রাস্টিক, হীরক ইত্যাদি আমদানি করে।
জানা গেছে, , গত বছর ভারত সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং ঘোষণা করেছেন, ২০১০ সাল নাগাদ চীন আর ভারত দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪০০০ কোটি মার্কিন ডলার্রে পৌছানোর প্রচেষ্টা চালাবে।
|