২০০৬ সালে চীনের ডিউটি ফ্রি দোকানগুলোর পন্য বিক্রি মূল্য ছিল ৪৬ কোটি মার্কিন ডলার । এই সংখ্যা ২০০৫ সালের চেয়ে ২১ শতাংশ বেশি। বিশ্বের ডিউটি ফ্রি দোকানগুলোর পন্য বিক্রি মূল্য বৃদ্ধির গড়পড়তা হার ছিল মাত্র ৪ শতাংশ । ২৬ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত জাতীয় ডিউটি ফ্রি সম্পর্কিত এক অধিবেশন থেকে আমাদের সংবাদদাতা এ তথ্য পেয়েছেন। জানা গেছে , ২০০৬ সালে চীনের পর্যটন শিল্প প্রসারের প্রবণতা ভালো ছিল । পর্যটকদের কেনাকাটার পরিমান বেড়েছে । বিদেশী পর্যটকদের চীনের বৈশিষ্ট্যময় পন্য কেনার চাহিদাও বেড়েছে । বিশ্বের ডিউটি ফ্রি বাজারগুলোর মধ্যে চীনের ডিউটি ফ্রি দোকানগুলোর পন্যবিক্রি বৃদ্ধি সবচেয়ে বেশি ।
ডিউটি ফ্রি দোকানগুলোতে বেশীর ভাগ ক্রেতা পর্যটক , কূটনীতিক ও নাবিক । ডিউটি ফ্রি দোকানগুলো পর্যটন শিল্প প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । ১৯৭৯ সালে চীনে প্রথম ডিউটি ফ্রি দোকান চালু হয় । চীনে ডিউটি ফ্রি দোকানের সংখ্যা প্রথম দিকের কয়েকটি থেকে এখন দেড় শ'টি হয়েছে ।
|