২৫ জানুয়ারী আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কমেছে । তেলের দাম হ্রাসের প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্রের তেলের মজুদ বৃদ্ধি ও মুনাফা ক্রেতাদের ফেরত দেয়ার প্রবল চাপ ।
এদিন নিউইয়র্কের তেল বাজারে হালকা ধরনের অশোধিত তেলের ফিউচার্সদাম ব্যারেল প্রতি ১.১৪ মার্কিন ডলার কমেছে আর লন্ডনের তেল বাজারে উত্তর সাগরের ব্রেন্ট অশোধিত তেলের ফিউচার্স দাম ১.৩১ ডলার কমেছে । নিউইয়র্কের তেলবাজারের দাম ছিল ৫৪.৩১ ডলার আর লন্ডনের তেলের দাম ছিল ৫৪.১২ ডলার ।
যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে নিম্ন তাপমাত্রার দরুণ তেলের চাহিদা বাড়ার কথা । তবে ২৪ জানুয়ারী যুক্তরাষ্ট্রের জ্বালানী মন্ত্রণালয়ের প্রকাশিত উপাত্ত থেকে জানা গেছে , গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অশোধিত তেলের মজুদ ও শোধিত তেলের মজুদ গত সপ্তাহের চেয়ে বেড়েছে । বিশ্লেষকদের ধারণা , এটা সেদিন তেলের দাম হ্রাসের প্রধান কারণ ।
|