v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-01-26 15:54:07    
উইগুর জাতি সুন্দরী মেয়ে গুফিয়া

cri
    কিছু দিন আগে " সুন্দরী কিশোরী " শিরোনামে চীনের তৃতীয় মডেল নির্বাচনের ফাইনাল প্রতিযোগিতা দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে অনুষ্ঠিত হয়েছে । চীনের বিভিন্ন অঞ্চলেরবাছাই করা ৪৮জন মেয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন । সাঁতারের পোশাক, সন্ধ্যাকালীন পোশাক সহ নানা পোশাক প্রদর্শনের মাধ্যমে কনিষ্ঠ মেয়ে সিনচিয়াং উইগুর জাতির ১৪ বছর বয়সী গুফিয়া " দশজন শ্রেষ্ঠ মডেল" হিসেবে নির্বাচিত হয়েছে এবং "নির্বাচন কমিটির বিশেষ পুরস্কার" পেয়েছে ।

    সুন্দর গঠন, হাল্কা হলুদ রঙের লম্বা লম্বারেশমী চুল, গভীর আইহোল, উঁচু নাক, উইগুর জাতি মেয়ের বিশেষ সৌন্দর্য ও ফ্যাশন সবই গুফিয়ার শরীরে যেন লেপ্টে আছে । সে বলেছে , নির্বাচন কমিটির বিশেষ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত । আমি মনে করি, প্রতিযোগিতার সময় আমার মানসিক গুণগতমান ভাল ছিল। এখন আমার বয়স অপেক্ষকৃত কম । এবার প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানঅধিকার করনি বটে । কিন্তু পরে আরোভাল করার অনেক সুযোগ থাকবে ।

    গুফিয়া এখন সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমুচি শহরের এক মাধ্যমিক স্কুলে পড়ছে । সে নাচগান খুব পছন্দ করে । সিনচিয়াং অঞ্চলে সে প্রথমস্থান অধিকারী হিসেবে গোটা দেশের প্রতিযোগিতায় উন্নীত হয় । উইগুর জাতির নৃত্য ও সঙ্গীত সংস্কৃতি চূড়ান্ত প্রতিযোগিতায় তাকে অনেক সাহায্য করেছে । ফাইনালের প্রতিযোগিতায় সে উইগুর জাতির একটি নাচ দেখিয়েছে । তার নৈপুন্যপূর্ণ পরিবেশনা বারবার দর্শকরা হাততালি দিয়ে স্বাগত জানিয়েছে ।

    এই নাচ গুফিয়ার মা বিশেষভাবে তার জন্যই বানিয়েছেন । প্রতিযোগিতার গোটা প্রক্রিয়ায় গুফিয়ার বাবা মা তার পাশে ছিলেন । প্রতিযোগিতা সম্পর্কে গুফিয়ার মা বাহারগুলি বলেন , প্রতিযোগিতার অনুশীলনে গুফিয়া উত্তীর্ণ হয়েছে । সে নিজের দক্ষতা দেখিয়েছে ।প্রতিযোগিতাটি তাকে নিজের গুণগতমান দেখাবার সুযোগ দিয়েছে । আমি মনে করি , অংশ গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । প্রথমবার গোটা দেশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে পুরস্কার পেছেয়ে বলে অভিভাবক হিসেবে আমরা অত্যন্ত খুশি ।

    "সুন্দরী কিশোরী" মডেল প্রতিযোগিতাটি চীনের পোশাক ডিজাইনার সমিতি , চীনের পেশাদার পোশাক মডেল কমিটি সহ বেশ কয়েকটি সংস্থার মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং বছরে একবার অনুষ্ঠিত হয় । পেশাদার , অপেশাদার মডেল এবং মডেলের কাজ প্রিয় যুবতীরা এতে অংশগ্রহণ করতে পারে ।

    বাবা মা'র সমর্থনে ১৪ বছর বয়সী গুফিয়া সিনচিয়াংয়ের এক পেশাদার মডেল কোম্পানিতে প্রশিক্ষণ নিতে শুরু করেছে । মা বাহারগুলি বলেন , ছোটো বেলা থেকেই সে মডেল হওয়ার স্বপ্ন দেখে আসছে। সে পুতুলের জন্য নতুন কাপড়চোপড়ের ডিজাইন করত । এ ব্যাপারে তার প্রতিভা রয়েছে । এখন সে বড় হয়েছে । আমি আশা করি, সে অনুশীলনে উতীর্ণ হবে এবং বিশেষ সৌন্দর্য দেখাতে পারবে । তাই তাকে মডেল কোম্পানিতে বিশেষ প্রশিক্ষণ নিতে পাঠালাম ।

    সুন্দরী ও ফ্যাশন মডেল হওয়ার জন্য গুফিয়াকে অনেক খাটতে হয় । মাধ্যমিক স্কুলের ছাত্রী হিসেবে তাকে এক দিকে ক্লাস আর অন্য দিকে প্রশিক্ষণ নিতে হয় । নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য গুফিয়া তার প্রচেষ্টায় অটল রয়েছে । সে বলে, মডেলিং এই কাজ আমার অত্যন্ত ভাল লাগে । তাই প্রশিক্ষণ নেয়ার সময় আমি কোনো কষ্ট ও অসুবিধাকে ভয় করি না ।

    পেশাদার মডেল কোম্পানির প্রশিক্ষণ লাভ করায় গুফিয়ার দ্রুত উন্নতি হচ্ছে। জাতীয় মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগে গুফিয়া অত্যন্ত উপকার হয়েছে । নিজের অক্লান্ত প্রচেষ্টা ও বাবা মার সমর্থনে অবশেষে গুফিয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে । সে বলে , পুরস্কার পেয়ে আমি খুশি হয়েছি । সর্বপ্রথমে আমি বাবা ও মাকে ধণ্যবাদ জানাতে চাই । তারা নানা দিক থেকে আমাকে সমর্থন করেন । তাদের মনেপ্রাণের সমর্থন ছাড়া আমার কিছু হত না ।

    গুফিয়ার স্কুলও তাকে সহায়তার চেষ্টা করেছে । প্রতিযোগিতার কারণে লেখাপড়ার ব্যাপারে গুফিয়া পিছনে পড়ে । শিক্ষকরা নিজের অবসর সময়ে তাকে সাহায্য করেন । গুফিয়া মডেলিংয়ের কাজ পছন্দ করে এবং তার প্রাধান্যও রয়েছে । এমন ছাত্রী আছে বলে শিক্ষকরা অত্যন্ত গৌরব বোধ করেন । স্কুল কর্তৃপক্ষ ছেন থাও বলেছেন , আমরা ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নে উত্সাহ দেই । এ ক্ষেত্রে গুফিয়ার বিশেষ প্রতিভা আছে । স্কুলের কর্তৃপক্ষ হিসেবে আমরা তার উন্নতিতে গুরত্ব দেই । প্রতিযোগিতা, প্রশিক্ষণ বা কিছু সামাজিক তত্পরতায় তার অংশ নেওয়াকে আমরা সক্রিয়ভাবে সমর্থন করি ।

    লেখাপড়ার পাশাপাশি গুফিয়া পিয়ানো বাজাতে পছন্দ করে । আপনারা যে সুন্দর সুরটা শুনছেন তা গুফিয়া বাজাচ্ছে। এবারের মডেল প্রতিযোগিতায় ১৪ বছর বয়সী গুফিয়া অনেক শিখেছে এবং মডেলিং ক্ষেত্রে তার প্রতিভা দেখিয়েছে । তবে গুফিয়া গৌরবের মধ্যেনিজেকে হারায়নি । এখন সে আবার স্কুলে ফিরে এসেছে এবং নিম্ন মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হওয়ার পরীক্ষার সম্মুখীন হবে । সে বলেছে ,নিজের বিদ্যার জ্ঞান ও ব্যক্তিগত গুণগতমান উন্নত করার জন্যে সে লেখাপড়াকে প্রথম গুরুত্বপূর্ণ স্থানে রাখবে ।