আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান মহাম্মদ মস্তোফা এল বারাদেই সুইজারল্যান্ডের দাভোসে বলেছেন, সামরিক পদ্ধতিতে ইরানের পারমাণবিক সমস্যা মোকাবেলা করলে নেতিবাচক পরিস্থিতির স্থাপনা হবে ।
বিশ্ব অর্থনীতি ফোরামের পারমাণবিক বিস্তার রোধ সম্পর্কে উচ্চ পর্যায়ের সেমিনারে তিনি এ কথা বলেছেন । তিনি উল্লেখ করেছেন যে, সামরিক সশস্ত্র পন্থা হচ্ছে অবাস্তবোচিত পদক্ষেপ । কারণ সামরিক অভিযান শুধু পারমাণবিক ব্যবস্থাপনা ধ্বংস করতে পারে, কিন্তু পারমাণবিক প্রযুক্তি দূর করতে পারে না ।
তিনি আরো বলেছেন, যদি ইরানীরা সংশ্লিষ্ট প্রযুক্তি অর্জন করে থাকে তাহলে সামরিক পদ্ধতি প্রযুক্তি ধ্বংস করতে পারে । এর পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে এর পারমাণবিক ব্যবস্থাপনা গোপন করে কিনা এখনও তা ঠিক করে বলা যাচ্ছে না ।
|