চীনের বাণিজ্যমন্ত্রণালয়ের উপমন্ত্রী মা সিউ হোং ২৫ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন ও সিংগাপুরের মধ্যে অনেক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, দু'পক্ষ আরো বেশি পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা বাস্তবায়ন করতে পারবে ।
সিংগাপুরের বাণিজ্য -শিল্প মন্ত্রী লিম হং কিয়াং'র সঙ্গে আয়োজিত দু'দেশের পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত কমিটির প্রথম যৌথ অধিবেশনে তিনি বলেছেন, সিংগাপুর হচ্ছে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য, পুঁজি বিনিয়োগ ও প্রযুক্তির সহযোগিতামূলক অংশীদার । গত বছরে দু'দেশের বাণিজ্য মূল্য ৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ছিল । তিনি আরো বলেছেন, ভবিষ্যতে দু'পক্ষ তথ্য সহযোগিতামূলক ফ্লাইটের নির্মাণ, সক্রিয়ভাবে পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত কার্যক্রমে অংশ নেয়া এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য পরিসেবামূলক কাজ করাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালাবে ।
লিম হং কিয়াং চীনের প্রস্তাবে রাজি হয়েছেন । তিনি বলেছেন, সিংগাপুর চীন এবং দক্ষিণপূর্ব এশিয়া ও এশীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার জন্য সাহায্য দিতে ইচ্ছুক । সিংগাপুর চীনের বিভিন্ন প্রদেশের সঙ্গে আদান-প্রদান জোরদার করতে এবং দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন সম্প্রসারণ করতে ইচ্ছুক ।
|