নেপাল এশিয়ার হিমালয় পর্বতমালার মধ্যস্থানের দক্ষিণ দিকের এক অন্তর্দেশীয় দেশ। আয়তন ১.৫ লাখ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ২ কোটি ৫৯ লাখ। ত্রিশাধিক জাতি আছে।
নেপালী ভাষা হচ্ছে তার সরকারী ভাষা, ইংরেজীও প্রচলিত। ৮৬.৫ শতাংশ নাগরিক হিন্দু ধর্মাবলম্বী। রাজধানী কাঠমুন্ডু। সারা দেশের মোট আয়তনের শতকরা ২৯.১ ভাগ বনাঞ্চল । পানি সম্পদ প্রচুর। নেপাল এক কৃষি প্রধান দেশ, এবং বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশের অন্যতম। ৯০ শতাংশ লোক কৃষি কাজ করেন।
নেপালের পর্যটন ব্যুরো সূত্রে জানা গেছে, গতবছর মার্চ ও জুন মাসে মোট ৫৬টি পর্বতারোহী দল নেপালের উচ্চ পাহাড়ে ছিলে। এতে পাহাড় আরোহণের ক্ষেত্রে মোট ১৩ লাখ ইউয়ান অর্জিত হয়েছে। এর সঙ্গে সঙ্গে দু'টি নেপালী পর্বতারোহী দলসহ মোট ২১টি পর্বতারোহী দল ছুমোলাংমা পর্বতে আরোহণ করেছে।
২০০৩ সালের মে মাসে নেপাল সরকার রাজধানী কাঠমুন্ডুতে মানবজাতিকে বিশ্বের সর্বোচ্চ ছুমোলাংমা পর্বতে আরোহণ হওয়ার লক্ষে "ছুমোলাংমা পর্বতের ৫০তম বার্ষিক অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়েছে। নেপাল সরকার আরো প্রথমবারের মত আন্তর্জাতিক পর্যটন বাণিজ্য সম্মেলন আয়োজন করেছে। বিশ্বের ১৪টি দেশের মোট ১৮০টিরও বেশি কোম্পানি বা পর্যটন শিল্পপ্রতিষ্ঠান এ সম্মেলনে অংশ নিয়েছে। জানা গেছে, প্রত্যেক বছরে নেপালের হাজার হাজার ভ্রমণকারীদের মধ্যে মোট২৮ শতাংশ লোকেরা এখানে পর্বতে আরোহণ করা। তা নেপালের পর্যটন শিল্প উন্নয়নের জন্যে অনেক সহায়ক হবে।
তার প্রধান কৃষিজাত পণ্য হচ্ছে ধান, ভূট্টা, গম, আখ, শর্ষে বীজ, পাট, তামাক ইত্যাদি। নেপালের শিল্পের বুনিয়াদ দুর্বল।
রাজা জ্ঞানেন্দের জন্মদিন ১৯৪৭ সালের ৭ই জুলাই হচ্ছে নেপালের জাতীয় দিবস। নেপাল জাতি সংঘের সনদের মৌলিক নীতি এবং উদ্দেশ্য অনুসরণ করে, জোটনিরপেক্ষ, শান্তিপূর্ণ সহাবস্থানের পররাষ্ট্রনীতি অনুসরণ করে। ১৯৫৫ সালের ১ আগস্ট চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
|