চীন সরকারের পরিকল্পনা অনুসারে চীন এ বছরে ৩০ লাখ দরিদ্র লোকের সংখ্যা কমাবে। এ সব মানুষের খাওয়া পরার সমস্যা এখনও সমাধান করা হয়নি।
চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন গ্রুপ অফিসের পরিচালক লিউ চিয়ান ২৫ জানুয়ারী এ কথা বলেছেন।
লিউ চিয়ান ব্যাখ্যা করে বলেছেন, গত বছর চীনের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কাজে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। গ্রামে খাওয়া ও পরার সমস্যা কবলিত দরিদ্র লোকের সংখ্যা ২০ লাখ কমেছে। তিনি বলেছেন, ভবিষ্যতে চীন দরিদ্র এলাকায় পুঁজি বিনিয়োগ ও উন্নয়নের মাত্রা বাড়াবে, দারিদ্রপিড়ীত অঞ্চলের উত্পাদন ও জীবন-যাপনের শর্ত পরিবর্তনের প্রচেষ্টা চালাবে এবং গ্রামের দরিদ্র শ্রম-শক্তির প্রশিক্ষণ জোরদার করবে।
বর্তমানে চীনে মোট ২ কোটি দরিদ্র লোকের খাওয়া ও পরার সমস্যা সমাধান করা যায়নি। তাদের আবাসস্থলের উত্পাদন ও জীবন-যাপনের শর্ত খুব খারাপ। দারিদ্র বিমোচন খুব কঠিন।
|