সম্প্রতি মোট ১.৪ কোটি ইউয়ান বিনিয়োগের পরিবহণ ক্ষেত্রের ব্যবহার্য জরুরী যোগাযোগ প্রকল্পটি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটি অন্তর্ভূক্ত রয়েছে এ অঞ্চলের সব লাইনের সড়ক । যাতে "পৃথিবীর ছাদ" নামক সড়কের মাধ্যমে দৈনন্দিন ব্যবহার্য সিস্টেমগুলোকে সুনিশ্চিত করা যায়।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবহণ বিষয়ক বিভাগের তথ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, এ প্রকল্পটিতে রয়েছে যে, শর্ট ওয়েভ যোগাযোগ, উপগ্রহ টেলিফন যোগাযোগ, উপগ্রহ ছবি পাঠানো, ব্যবহার্য নিয়ন্ত্রণ যোগাযোগ সিস্টেম এবং ইন্টারনেটসহ বিভিন্ন বিয়য়। তিব্বতের পরিবহণ ক্ষেত্রের ব্যবহার্য জরুরী প্রক্রিয়াও তাত্ক্ষনিক কোন দুর্ঘটনা মোকাবিলার জন্য একটি দ্রুত তথ্য সূত্র দিয়েছে।
|