জার্মানীর চ্যান্সেলরএন্জেলা মার্কেল ২৪ জানুয়ারী বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাভোস বার্ষিক সম্মেলনে দোহা রাউন্ড আলোচনার সংশ্লিষ্ট পক্ষকে নমনীয়তা দেখানোর আহ্বান জানিয়েছেন। যাতে যথাযথ দোহা রাউন্ড আলোচনা শেষ করা যায়।
তিনি বলেছেন, দোহা রাউন্ড আলোচনার গুরুত্ব শুধু কৃষি সমস্যার ওপর দেয়া উচিত নয়। পরিসেবা শিল্প ক্ষেত্রের সমস্যা নিয়েও আলোচনা করা উচিত । যাতে উন্নতদেশসমূহ ও উন্নয়নশীলদেশসমূহের সদস্যদের মধ্যে ভারসাম্যকে খুঁজে বের করা যায়। তিনি আরো বলেছেন, দোহা রাউন্ডআলোচনা উপযুক্ত সুযোগের সম্মুখীন হলে, বিভিন্ন পক্ষের উচিত এ সুযোগ ধরে পাওয়া।
জানা গেছে, সুইজারল্যান্ডের অর্থমন্ত্রী দোরিস লেউথার্ডের আমন্ত্রণে এবারের অংশগ্রহণকারী বিশ্ব বাণিজ্য সংস্থার মোট ৩০টি সদস্যদেশসমূহের বাণিজ্যমন্ত্রীদের অংশগ্রহণ দোহা রাউন্ড আলোচনার অনানুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
|